নিজস্ব প্রতিবেদন: শুক্রবার শহরের স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে দিল্লিতে ৪.৬৪ শতাংশ পজিটিভিটি রেট সহ ১,০৪২ টি নতুন কোভিড কেস রেকর্ড করা হয়েছে এবং সংক্রমণের কারণে দুজন ব্যক্তি মারা গেছে। তার একদিন আগে শহরে মোট ২২,৪৪২ টি পরীক্ষা করা হয়েছিল। রাজধানীতে ক্রমবর্ধমান কেস দাঁড়িয়েছে ১৮,৭২,৬৯৯ এবং মৃতের সংখ্যা ২৬,১৬৪।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার দিল্লিতে ৪.৭১ শতাংশ ইতিবাচকতার হার সহ একজনের মৃত্যু এবং ৯৬৫ টি কোভিড মামলা হয়েছে। এটি বুধবার ৫.৭ শতাংশ ইতিবাচক হার সহ একটি মৃত্যু এবং ১,০০৯টি কোভিড কেস রেকর্ড করেছে। মঙ্গলবার, দিল্লিতে ৪.৪২ শতাংশ ইতিবাচক হার সহ ৬৩২ টি কেস রিপোর্ট করা হয়েছে। এক দিন আগে, শহরটি ৭.৭২ শতাংশ ইতিবাচক হার সহ ৫০১ টি মামলার রিপোর্ট করেছে।


গত কয়েকদিনে জাতীয় রাজধানীতে COVID-19 কেস বেড়েছে, ১১ এপ্রিল ৬০১ থেকে সক্রিয় মামলার সংখ্যা বেড়ে ৩,২৫৩ হয়েছে। তবে, হাসপাতালে ভর্তির হার এখনও পর্যন্ত কম ছিল, যা মোট সক্রিয় কেসের তিন শতাংশেরও কম।


বর্তমানে দিল্লির হাসপাতালে ৫৮ জন COVID-19 রোগী ভর্তি রয়েছেন, অন্যদিকে ২,১৭৩ জন হোম আইসোলেশনে সুস্থ হয়ে উঠছেন। বিভিন্ন হাসপাতালে কোভিড রোগীদের জন্য উপলব্ধ ৯,৭০৫ শয্যার মধ্যে মাত্র ৯৪টি (০.৯৭ শতাংশ) ভর্তি হয়েছে।


ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতে, দিল্লি সরকার শুক্রবার একটি আদেশ জারি করে কর্তৃপক্ষকে জনসাধারণের জায়গায় মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা আরোপের নির্দেশ দেয়।


আরও পড়ুন, Forth Wave: নয়ডায় করোনা আক্রান্তে ফের সেঞ্চুরি, মাস্ক না পরায় শতাধিকের জরিমানা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)