সাধারণ মানুষকে দেওয়ার আগে Covid Vaccine নেওয়া উচিত প্রধানমন্ত্রীর, সরব Tej Pratap
করোনা ভ্যাকসিন নিয়ে কটাক্ষ করেছেন, সপা(SP) নেতা অখিলেশ যাদব। করোনা টিকাকে তিনি বিজেপির ভ্যাকসিন হিসেবে উল্লেখ করেন
নিজস্ব প্রতিবেদন: দেশকে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। তাই তাঁর উচিত সাধারণ মানুষকে করোনা টিকা দেওয়ার আগে তা নিজে নেওয়া। এমনই দাবি তুললেন আরজেডি(RJD) নেতা তেজপ্রতাপ যাদব।
আরও পড়ুন-ক্যাপিটল বিল্ডিং হামলাকারীর হাতে ভারতের পতাকা, জল্পনা তুঙ্গে
গত সপ্তাহেই Covaxin ও Covisheild অনুমোদন দিয়েছে কেন্দ্র। আজ বুধবার চলছে ভ্যাকসিনের ড্রাই রান(Dry Run)। এদিকে কোভ্যাকসিন(Covaxin) নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে। কারণ তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের(Clinical Trial) আগেই এটিকে অনুমোদন দেওয়া হয়েছে। এরকম এক পরিস্থিতিতে, আরজেডি নেতা আজ সংবাদসংস্থাকে বলেন, 'করোনা ভ্যাকসিন প্রথম নেওয়া উচিত খোদ প্রধানমন্ত্রীর(Narendra Modi)। তারপর আমরা সবাই ওই ভ্যাকসিন নেব।'
করোনা ভ্যাকসিন নিয়ে কটাক্ষ করেছেন, সপা(SP) নেতা অখিলেশ যাদব। করোনা টিকাকে তিনি বিজেপির ভ্যাকসিন হিসেবে উল্লেখ করেন। পরে তিনি অবশ্য বলেন, দেশের বিজ্ঞানীদের উপরে তাঁর কোনও সন্দেহ নেই।
বিহারে করোনা ভ্যাকসিন দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar) বলেন, 'কেন্দ্রের গাইডলাইন্স অনুযায়ী করোনা টিকাকরণ করতে তৈরি রাজ্য সরকার। যাদের বয়স পঞ্চাশের ওপরে তাদের প্রথমে ভ্য়াকসিন দেওয়া হবে। পাশাপাশি অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন করোনা যোদ্ধারা।'
আরও পড়ুন-উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় চলছে Corona Vaccine-এর Dry Run
এদিকে, বুধবার চেন্নাইয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন(Harsh Vardhan) জানিয়েছেন, খুব শীঘ্রই দেশে করোনা টিকা দেওয়া শুরু হবে। টিকা দেওয়ার পন্থপদ্ধি নিয়ে দেশজুডে় তৃণমূল পর্যায়ে জানিয়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দেশে শুরু হয়েছে করোনা টিকার দ্বিতীয় পর্যায়ের ড্রাই রান। দেশের ৩৩ রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের ৭৩৬ জেলার শুরু হয়েছে ওই কর্মসূচি।