নিজস্ব প্রতিবেদন: ব্রিটেনের নতুন করোনা প্রজাতি(Strain) নিয়ে আতঙ্ক বাড়ছে দেশে। মঙ্গলবার সকালেও জানা যায় দেশে নতুন প্রজাতির করোনার সন্ধান মিলেছে মোট ৬ জনের দেহে। বেলা বাড়তেই তা আরও বাড়ল। এখনও পর্যন্ত কর্ণাটকের ৩ জন, হায়দরাবাদের ২ জন, পুণের ১ জন ও তামিলনাড়ুন একজনের দেহ মিলল করোনার নতুন স্ট্রেন(Strain)। সবেমিলিয়ে হল ৭।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বর্ষবরণের উৎসবে রাশ টানল আদালত, ভিড় নিয়ন্ত্রণে রাজ্যকে কড়া নির্দেশ High Court-র


এরকম এক পরিস্থিতিতে কী করবে ভারত? আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেনের উড়ান নিষিদ্ধ করেছে ভারত। এবার কী তা বাড়তে চলেছে? এনিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অসমারিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরী।



মঙ্গলবার এনিয়ে হরদীপ পুরী বলেন, 'মনে হচ্ছে ব্রিটেনের উড়ানে নিষেধাজ্ঞা আরও কিছুটা বাড়াতে হবে। আগামিকাল বা পরশু আমরা বলতে পারব এনিয়ে আরও সতর্কতা জারি করতে হবে কিনা। কিংবা কখন ওই নিষেধাজ্ঞা তোলা যাবে কিনা।'


আরও পড়ুন-রাজীব গান্ধী আমায় দেখিয়ে বলেছিলেন ওঁর মতো আইকন হও: Mamata


উল্লেখ্য, ব্রিটেনের নতুন প্রজাতির করোনার আতঙ্কে ইতিমধ্যেই কানাডা, তুরস্ক, বেলজিয়াম, ইটালি, ইজরায়েল তাদের দেশে ব্রিটেনের উড়ান নিষিদ্ধ করেছে। গত সপ্তাহ ভারতও ব্রিটেনের উড়ান নিষিদ্ধ করেছে ভারত। পাশাপাশি, এখনও পর্যন্ত যাঁরা  ব্রিটেন থেকে ভারতে এসেছেন তাদের খুঁজে বের করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। 


মঙ্গলবার হরদীপ পুরী বলেন, 'গত ১৪ দিনে যারা বিদেশ থেকে দেশে ফিরেছেন তার যদি করোনা পজিটিভ হন তাহলে তাদের জেনোম সিকোয়েন্স করা হবে।'