নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় দফায় কোভিড টিকা (Covid Vaccine) দেওয়ার কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ১ মার্চ থেকে শুরু হচ্ছে পরের দফার টিকাকরণ। এবার ষাটোর্ধ্ব ও কো-মর্বিডিটি থাকা ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের দেওয়া হবে টিকা। তবে এ দফায় বেসরকারি জায়গা থেকেও কোভিড টিকা (Covid Vaccine) নিতে পারবেন ইচ্ছুক নাগরিকরা। তার জন্য গাঁটের কড়ি খসাতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম দফায় সামনের সারির কোভিডযোদ্ধাদের দেওয়া হয়েছিল টিকা (Covid Vaccine)। দ্বিতীয় দফা শুরু হচ্ছে ১ মার্চ। এই দফায় পাবেন ষাটোর্ধ্ব ও কো-মর্বিডিটি থাকা ৪৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা। কো-মর্বিডিটি নিয়ে পরে তথ্য প্রকাশ করবে স্বাস্থ্যমন্ত্রক (Health Ministry)। এবার বেসরকারি কেন্দ্রগুলি থেকে টিকা নিতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভডেকর (Prakash Javadekar) জানান,'১০,০০০ সরকারি ও ২০,০০০ বেসরকারি কেন্দ্র থেকে দেওয়া হবে ভ্যাকসিন। সরকারি কেন্দ্রগুলিতে বিনামূল্যেই টিকা দেওয়া হবে। তবে বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিতে চাইলে খরচ পড়বে। কত টাকা ব্যয় করতে হবে, তা উৎপাদনকারী ও হাসপাতালগুলির সঙ্গে আলোচনার পর ৩-৪ দিনের মধ্যে জানিয়ে দেবে স্বাস্থ্যমন্ত্রক।'



দ্বিতীয় দফায় প্রায় ২৭ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের। তার মধ্যে ১০ কোটি নাগরিকের বয়স ৬০-র উপরে।  


আরও পড়ুন- ভোটের আগে টিকা কিনে বাংলাবাসীকে দেওয়া হবে ফ্রি-তে, PM Modi-কে চিঠি Mamata-র