`ধর্ষক বাবা`-র ১০০০ কোটির সম্পত্তি নিয়ে বিপাকে ৬ কোটি সমর্থক
ওয়েব ডেস্ক : দুটি পৃথক ধর্ষণের দায়ে ২০ বছরের জন্য জেলবন্দি ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিং। তারপর থেকে এখনও পর্যন্ত ঠিক করা হয়নি তার উত্তরসূরি কে হবেন। এর জেরে এবার হরিয়ানায় ২ কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা 'বাবা রাম রহিম সিং'-এর ১০০০ কোটি টাকার সম্পত্তি নিয়ে বিপাকে পড়েছেন তার প্রায় ৬ কোটি সমর্থক।
ডেরার এক ভক্ত জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁদের পরবর্তী প্রধান নির্বাচনের ব্যাপারে কোনও সিদ্ধান্ত হয়নি। তাঁর কথায়, ''আমরা মনে করি পিতাজি-ই (রাম রহিম সিংকে ডেরা ভক্তরা সম্বোধন করেন) আবার ডেরার প্রধান হবেন। সিবিআই আদালতের রায়ের বিরুদ্ধে আমরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করব। বিশ্বাস করি তাকে ছাড়িয়ে আনতে পারব।''
আরও পড়ুন- রাম রহিম সিং নাকি 'নপুংসক', দাবি ধর্ষক বাবাজিরই
এদিকে, রাম রহিম সিংকে জেলবন্দি করার পর থেকেই তার ৩৩ বছরের ছেলে জসমিত সিং ইনসানকে ডেরার আইনি কাজ সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ২৫ অগাস্ট গুরমিত রাম রহিম সিংকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। সাজা ঘোষণা করা হয় ২৮ অগাস্ট। বর্তমানে রাম রহিম সিং ২০ বছরের জন্য জেলবন্দি।