Cyclone Jawad: উপকূলে বাড়ছে দুর্যোগ, ঠিক কতটা দূরে এখন `জাওয়াদ`?
আরও ঘণ্টা ছয়েক গভীর নিম্নচাপ হিসেবে পুরীতে বৃষ্টিপাত ঘটিয়ে তারপর সাধারণ নিম্নচাপে পরিণত হবে `জাওয়াদ`।
নিজস্ব প্রতিবেদন : যত উপকূলের কাছে এগিয়ে আসছে, ততই বাড়ছে দুর্যোগ। ওড়িশা উপকূলে প্রবল বৃষ্টিপাত হচ্ছে জাওয়াদের দাপটে। শেষ উপগ্রহ চিত্র পর্যবেক্ষণ অনুযায়ী আবহাওয়া দফতর জানিয়েছে, পুরী থেকে এখন ১২০ কিলোমিটার দূরে অবস্থান করছে 'জাওয়াদ'। আর গোপালপুর থেকে ৯০ কিলোমিটার। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত পুরী, গোপালপুর।
শক্তি হারিয়ে ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 'জাওয়াদ'। আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও ঘণ্টা ছয়েক গভীর নিম্নচাপ হিসেবে পুরীতে বৃষ্টিপাত ঘটিয়ে তারপর সাধারণ নিম্নচাপে পরিণত হবে 'জাওয়াদ'। আজ মধ্যরাতে সাধারণ নিম্নচাপ হিসেবে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে 'জাওয়াদ'। এই মুহূর্তে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তরপূর্বের দিকে অগ্রসর হচ্ছে জাওয়াদ। জাওয়াদের জেরে ইতিমধ্য়েই পশ্চিমবঙ্গের উপকূলেও দুর্যোগের ঘনঘটা শুরু হয়ে গিয়েছে। এরপর জাওয়াদ যত বঙ্গের দিকে এগোবে, ততই দুর্যোগ বাড়বে।
বকখালিতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপটও খানিক বেড়েছে। বৃষ্টি হচ্ছে দিঘাতেও। দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। সমুদ্র ফুলে-ফেঁপে উঠছে। রীতিমতো ফুঁসছে যেন!
আরও পড়ুন, Omicron: 'তৃতীয় ঢেউয়ের জন্য তৈরি হন', ওমিক্রন সংক্রমণের মধ্যেই হুঁশিয়ারি বিশেষজ্ঞের