উত্তর দিল্লিতে কাপড়ের গোডাউনে বিধ্বংসী আগুন, নিহত ৯
গোডাউনটি ছিল তিনতলা একটি বাড়ির নীচের তলায়। গোটা ভবনে ছিল একটিমাত্র সিঁড়ি। ফলে নিহতরা দ্রুত বেরিয়ে আসতে পারেনি বলে মনে করা হচ্ছে
নিজস্ব প্রতিবদেন: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই উত্তর দিল্লির এক কাপড়ের গোডাউন। রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ লাগা ওই আগুনে এখনও প্রর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ১০।
আরও পড়ুন-আলিপুর চিড়িয়াখানায় গেলেই এবার দেখা মিলবে ২ সিংহ ছানার সঙ্গে
উত্তর দিল্লির কিরানার ওই গোডাউনটি ছিল তিনতলা একটি বাড়ির নীচের তলায়। গোটা ভবনে ছিল একটিমাত্র সিঁড়ি। ফলে নিহতরা দ্রুত বেরিয়ে আসতে পারেনি বলে মনে করা হচ্ছে। আগুন নেভানোর জন্য উপযুক্ত ব্যবস্থাও ছিল না বলে দমকলের তরফে জানানো হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে সঞ্জয় গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-কনকনে ঠাণ্ডা থেকে রেহাই, আচমকা এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল অনেকটাই
কিছুদিন আগেই দিল্লির রানী ঝাঁসি রোডের আনাজ মন্ডিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয় ৪৩ জনের। আগুন লাগে একটি লাগেজ তৈরির কারখানায়। সরু গলির জন্যে আহবাসিকরা বেরিয়ে আসতে না পেরে দমবন্ধ হয়ে মারা যান।