কনকনে ঠাণ্ডা থেকে রেহাই, আচমকা এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল অনেকটাই

রবিবার কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি নিচে। কাজেই ভালই ঠাণ্ডা টের পাচ্ছে শহরবাসী

Reported By: অয়ন ঘোষাল | Updated By: Dec 23, 2019, 07:59 AM IST
কনকনে ঠাণ্ডা থেকে রেহাই, আচমকা এক ধাক্কায় তাপমাত্রা বাড়ল অনেকটাই

নিজস্ব প্রতিবেদন: শীতের প্রকোপে প্রায় কাঁপছিল গোটা রাজ্যে।  গতকাল পর্যন্ত এই অবস্থা ছিল। এবার আচমকাই বদল হল তাপমাত্রা।

আরও পড়ুন-আলিপুর চিড়িয়াখানায় গেলেই এবার দেখা মিলবে ২ সিংহ ছানার সঙ্গে

সোমবার একলাফে ২ ডিগ্রি বেড়ে গেল শহরের তাপমাত্রা। রবিবার শহরের তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি। আজ তা বেড়ে হল ১৪.৪।  আর একদিন পরেই বড়দিন। ফলে এবার উষ্ণতম বড়দিন হতে পারে শহরে। এমনটাই মনে করা হচ্ছে।

রাতের তাপমাত্রা বাড়লে ও শীতের স্থিতাবস্থা। মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা নামছে। জলীয় বাষ্পের কারণে ঘন কুয়াশা। আগামী ২৪ ঘন্টাতে ও ঘন কুয়াশার সতর্কবার্তা রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী কয়েকদিন ধীরে ধীরে বাড়বে রাতের তাপমাত্রা। ৪৮ ঘণ্টা পর মেঘলা আকাশের সম্ভাবনা। চলতি সপ্তাহে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

উল্লেখ্য, রবিবার কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি নিচে। কাজেই ভালই ঠাণ্ডা টের পাচ্ছে শহরবাসী।  শীতের প্রকোপ রাজ্যজুড়ে, উত্তুরে হাওয়া জারি থাকবে শহরে, এমনটাই ছিল আবহাওয়ার পূর্বাভাস।

আরও পড়ুন-'আমাদের কি এনকাউন্টার করতে নিয়ে যাচ্ছে?' প্রশ্ন লখনউ বিমানবন্দরে 'আটক' দীনেশ ত্রিবেদীর

পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি উত্তরপ্রদেশে আপাতত শীতল দিন , কোল্ড - ডে র পরিস্থিতি। ৪৮ ঘণ্টা পর পশ্চিমী ঝঞ্ঝার সরতেই আবার শৈত্য প্রবাহের পূর্বাভাস এই রাজ্যগুলিতে।

আগামী দু-তিন দিন ঘন থেকে অতি ঘন কুয়াশা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান এবং কিছুটা বিহারে।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ মধ্যপ্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । আগামীকাল রাজস্থান ও মধ্যপ্রদেশ এবং 48 ঘণ্টা পর থেকে ছত্রিশগড়ে বৃষ্টির সম্ভাবনা।

.