ওয়েব ডেস্ক: পুখরায়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল একশো একুশ। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে রুট ক্লিয়ার করার জন্য যুদ্ধকালীন ভিত্তিতে কাজ চলছে। রাতেই একটি স্পেশাল ট্রেন, ইন্দোর-পাটনা এক্সপ্রেসের বাকি যাত্রীদের পাটনা পৌছে দিয়েছে। সাম্প্রতিক অতীতে এটাই সবচেয়ে মর্মান্তিক রেল দুর্ঘটনা। কার গাফিলতিতে এই ঘটনা ঘটল তা খুঁজে বের করতে তদন্ত হবে।


আরও পড়ুন- উত্তর প্রদেশে ট্রেন দুর্ঘটনায় কী বলছেন বিশেষজ্ঞরা?


প্রসঙ্গত, কাল উত্তর প্রদেশে কানপুরের কাছে পুখারিয়ায় লাইনচ্যুত হয় পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪ টি কামরা। ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়েই কানপুর ও ঝাঁসি থেকে ঘটনাস্থলে রওনা দেয় মেডিক্যাল টিম। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক।


আরও পড়ুন- উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ১০৭, উদ্ধারে নামল সেনা(দেখুন ভিডিও)