ওয়েব ডেস্ক : একে তো দেরিতে এল। তার উপর আবার ধাক্কা। এবারের বর্ষাতে প্রথম মাসেই ১১ শতাংশ ঘটতির কথা জানালো আবহাওয়া দফতর। শুধু পশ্চিমবঙ্গেই নয়, গোটা দেশের ৩৬টি আবহাওয়া দফতরেই এই একই পরিস্থিতি। তবে, এই ঘাটতি বৃষ্টি কম হওয়ার জন্য নয়, বরং দেরীতে আসার জন্যই বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।


এদিকে, কেন্দ্রীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবছর বৃষ্টি সাধারণের তুলনায় অনেকটাই বেশি হবে। খরা কবলিত এলাকাগুলিতেও পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই দেশের উত্তর ও উত্তর-পূর্ব ভাগে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে।