নিজস্ব প্রতিবেদন: যমুনার জলে বিষ মিশিয়ে দিয়েছেন কেজরিওয়াল। এই বিষের দাওয়াই একমাত্র বিষ। দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিজেপি বিরোধী প্রচার প্রসঙ্গে জি  নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে বললেন যোগী আদিত্যনাথ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 আরও পড়ুন-এমাসেই চালু হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, জেনে নিন ভাড়া-অত্যাধুনিক ব্যবস্থা


বিজেপির স্টার প্রচারক ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ জি নিউজের প্রধান সম্পাদক সুধীর চৌধুরিকে বলেন, অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতা নেই শাহিনবাগের আন্দোলনকারীদের বিরুদ্ধে কিছু বলার। তাই ওই আন্দোলনকে ভোটের কাজে ব্যবহার করছেন।  গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, সিএএ ও এনআরসি দেশের মানুষের বিরুদ্ধে নয়। কোনও ধর্মের বিরুদ্ধেও নয়। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। তারপরেও হিংসাশ্রয়ী আন্দোলন হচ্ছে।


আম আদমি পার্টিকে নিশানা করে আদিত্যনাথ বলেন, জেএনইউ ও জামিয়ায় ভারত বিরোধী স্লোগান উঠেছে। এদের সমর্থন করছে আপ। দেশবিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কোনও জায়গা নেই কেজরি সরকারে। দিল্লিতে নতুন স্কুল খুলতে পারেনি  আপ কিন্তু বহু মদের দোকান খুলে দিয়েছে।


আরও পড়ুন-বিশ্ব হিন্দু মহাসভার রাজ্য সভাপতি খুনের ঘটনায় বরখাস্ত ৪ পুলিস আধিকারিক


সম্প্রতি বিজেপির প্রচারে গিয়ে  এক বিজেপি সাংসদ সরাসরি হুমকি দেন, দেশ বিরোধীদের গুলি মারো। তাঁর নিশানায় ছিল শাহিনহবাগের আন্দোলনকারীরা।  এনিয়ে আদিত্যনাথ বলেন, ভারত বিরোধীদের মোকাবিলা করার জন্যেই ওই স্লোগান দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য নয়। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, মাওবাদের বিরুদ্ধে বিজেপি।