লখনউয়ে বিশ্ব হিন্দু মহাসভার রাজ্য সভাপতি খুনের ঘটনায় বরখাস্ত চার পুলিস আধিকারিক

দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন রঞ্জিত বচ্চনের ভাইও। ওই ঘটনায় সোমবার বরখাস্ত করা হল সেখানকার চার পুলিস আধিকারিককে।

Edited By: সুদীপ দে | Updated By: Feb 3, 2020, 08:19 PM IST
লখনউয়ে বিশ্ব হিন্দু মহাসভার রাজ্য সভাপতি খুনের ঘটনায় বরখাস্ত চার পুলিস আধিকারিক

নিজস্ব প্রতিবেদন: রবিবার সকালে উত্তর প্রদেশের লখনউয়ের হজরতগঞ্জে প্রাতঃভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিশ্ব হিন্দু মহাসভার রাজ্য সভাপতি রঞ্জিত বচ্চন। দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন রঞ্জিত বচ্চনের ভাইও। ওই ঘটনায় সোমবার বরখাস্ত করা হল সেখানকার চার পুলিস আধিকারিককে।

রঞ্জিত বচ্চন এক সময় যোগীর খাস এলাকা গোরক্ষপুরের বাসিন্দা ছিলেন। তিনি সমাজবাদী পার্টির সদস্যও ছিলেন। এক সময় সমাজবাদী পার্টির প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিলেন তিনি। পরে ‘বিশ্ব হিন্দু মহাসভা’য় যোগ দেন। রঞ্জিত বচ্চনের খুনের পর উত্তর প্রদেশে যোগীর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অখিলেশ যাদব। অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপাণি বলেন, ‘‘যোগীকে ঠিক করতে হবে তিনি অন্য রাজ্যে ভোট প্রচার করবেন, না কি নিজের রাজ্যের আইনশৃঙ্খলা সামলাবেন।’’

আরও পড়ুন: জামিন পেলেন আইনের ছাত্রীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত চিন্ময়ানন্দ

লখনউয়ের পুলিস কমিশনার সুজিত পাণ্ডে জানিয়েছেন, হজরতগঞ্জের গ্লোব পার্কের কাছে এই ঘটনা ঘটেছিল। পুলিসের যুগ্ম কমিশনার নবীন অরোরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬টা নাগাদ। পারিবারিক বা রাজনৈতিক বিবাদ, কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না।

.