নিজস্ব প্রতিবেদন: পরিস্থিতি খুব খারাপ। ডিজাস্টার ম্যানেজমেন্ট এর অনুরোধ রাখল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)  প্রশাসন। আরও, এক সপ্তাহ লকডাউনের (Lockdown) মেয়াদ বাড়িয়ে দেওয়া হল। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক বৈঠক করে রাজ্যে লকডাউন (Delhi Lockdown date and time) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন'ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছে করোনা, বিনামূল্যের টিকাকরণ কর্মসূচি চলবে দেশে' :মোদী


প্রসঙ্গত, গত সপ্তাহের হাজার ১৯ এপ্রিল প্রথম লকডাউন (Lockdown) ঘোষণা করে দিল্লি সরকার। যার মেয়াদ ছিল আগামীকাল বিকেল পাঁচটা পর্যন্ত।  কিন্তু সেই লকডাউন (Lockdown) শেষ হওয়ার আগেই আরও সাত দিন লকডাউনের কথা ঘোষণা করল দিল্লি সরকার (Delhi govt)। জানা গিয়েছে, দিল্লিতে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রায় ৩২ শতাংশ হারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস (Coronavirus)। যার ফলে ক্রমশ বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। নেই বেড, নেই অক্সিজেন, এহেন অবস্থায় একমাত্র উপায় যদি সংক্রমণ কমানো যায়। আর সেই সংক্রমণ কমাতে Lockdown এর পথে হাঁটতে চলেছে কেজরিওয়াল সরকার। এই নিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ঝাপটায় দ্বিতীয়বার লকডাউন রাজধানীতে।