নিজস্ব প্রতিবেদন: শহরে আর দেহ সৎকারের জায়গাই নেই। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত দাহকাঠ, অমিল অন্ত্যেষ্টির লোকজনও! ভয়াবহ পরিস্থিতি দিল্লিতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দিল্লিতে (delhi) প্রতিদিন প্রায় সাড়ে তিনশো করে কোভিড (covid) রোগী মারা যাচ্ছেন! গড়ে ৩০০-র মতো। এই পরিস্থিতিতে শহরের সমস্ত শ্মশান উপচে পড়ছে মৃতদেহে (pandemic's victims)।   


আরও পড়ুন: Covid-র ভয়ঙ্কর সংক্রমণ ঠেকাতে ফের কি দেশজুড়ে Lockdown? কী বলছেন বিশেষজ্ঞরা


এই দ্বিতীয় ঢেউয়ের পর্বে দিল্লির Sarai Kale Khan cremation site-য়ে প্রতিদিন মোটামুটি ৬০-৭০ দেহ  সৎকার হচ্ছে। যদিও এখানে ২২ জনের ব্যবস্থা বহাল। সেটা তিনগুণ বাড়ানো হয়েছে। এখন দেখা হচ্ছে, যদি সংখ্যাটা ১০০-য় নিয়ে যাওয়া যায়! কিন্তু এত দ্রুত সব ধরনের কোভিডবিধি মেনে মেক শিফ্ট শ্মশান তৈরি করে ফেলাও কঠিন হচ্ছে। অচিরেই এরকম ২০টি অস্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। আরও ৮০টি করা হবে। এমনিতেই সারা শহরে ২৫টি স্থায়ী শ্মশান আছে। 


সেই কতদিন আগে তাঁর দিনলিপিতে সিপাহি বিদ্রোহ-পরবর্তী দিল্লি নগরীকে 'মৃত্যুর শহর' বলে উল্লেখ করেছিলেন মির্জা আসাদুল্লা খান গালিব (Mirza Ghalib)। যেন গালিবের দেখা সেই দিল্লিই আবার এসেছে ফিরিয়া। আতঙ্ক রাজধানীর সর্বত্র। 


আরও পড়ুন: স্ট্রেচার নেই, স্কুটি করে Covid-রোগীকে নিয়ে ছুটে গেল হাসপাতালের করিডোর দিয়ে