নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে ৬ বছরের শিশু কন্যার উপর যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার এক। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে দিল্লির ত্রিলোকপুরি এলাকায়। বর্তমানে এইমসে (AIIMS) চিকিৎসাধীন ওই নির্যাতিতা শিশু কন্যাটি। তার শরীরে একাধিক গভীর ক্ষত রয়েছে বলে সূত্রের খবর। ঘটনার নিন্দায় সরব সব মহল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নির্যাতিতার প্রতিবেশী। বুধবার বিকেলে বর্বরোচিত এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। ময়ূরবিহার থানার বাইরে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদে সরব হন। দিল্লি পুলিসের মুখপাত্র চিন্ময় বিসওয়াল জানান, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সেকশন ৩৭৬বি, পকসো (Pocso) আইনের সেকশন ৬ এবং ওই শিশু কন্য়াটি দলতি হওয়ায় এসটি/এসটি আইনের ৩(২) (৫) ধারায় মামলা দায়ের করেছে ময়ূর বিহার থানার পুলিস। 


আরও পড়ুন: শুধু Rahul নন, আরও ৫ নেতার অ্য়াকাউন্ট বন্ধ করেছে Twitter, অভিযোগ Congress-এর


আরও পড়ুন: DRDO: দেশীয় প্রযুক্তিতে তৈরি Cruise Missile-র সফল পরীক্ষা সেরে ফেলল ডিআরডিও


গত ১ অগাস্ট রাজধানীতে যৌন নির্যাতনের শিকার হয়েছিল ৯ বছরের আরও এক দলিত কন্যা। ধর্ষণের পর তাঁকে খুন করার অভিযোগ ওঠে চার জনের বিরুদ্ধে। যাদের মধ্যে ৫৫ বছরের একজন পুরোহিতও রয়েছেন। এই ঘটনায় ইতিমদ্য়ে উত্তপ্ত রাজধানীর পরিবেশ। ওই ঘটনার ১১ দিনের মধ্য়ে আরও একটি যৌন নির্যাতেন ঘটনা ঘটায়, দিল্লিতে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।