DRDO: দেশীয় প্রযুক্তিতে তৈরি Cruise Missile-র সফল পরীক্ষা সেরে ফেলল ডিআরডিও
গত ২৩ জুলাই দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের আকাশ মিসাইলের সফল পরীক্ষা করে ভারত
নিজস্ব প্রতিবেদন: প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা করল ডিআরডিও। বুধবার ওড়িশা উপকূল থেকে ওই ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করা হয়।
আরও পড়ুন-Retrospective Tax: অতীতের ভুল শোধরাচ্ছি, 'প্রণব-কর' ছেঁটে শিল্পমহলকে বার্তা Modi-র
ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থার তৈরি এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৫০ কিলোমিটার। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ভবিষ্যতে এই ধরনের আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে ডিআরডিও। বাড়বে ক্ষেপণাস্ত্রের পাল্লাও।
উল্লেখ্য, গত ২৩ জুলাই দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন প্রজন্মের আকাশ মিসাইলের সফল পরীক্ষা করে ভারত। ওড়িশার বালাসোর থেকেই পরীক্ষা করা হয় ওই ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ওই ক্ষেপণাস্ত্রের।
আরও পড়ুন-TMC:'বাংলায় যা হয়েছে গোটা দেশে এবার ঘটবে, যদি না...', রাজ্যসভায় বললেন Derek
উল্লেখ্য, কয়েকদিন আগেই ভারতকে হারপুন ক্ষেপণাস্ত্র বিক্রির ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে বাইডেন প্রশাসন। পাশাপাশি ভারতে হাতে রয়েছে অগ্নি, ব্রহ্মসের মতে ক্ষেপণাস্ত্র। এবার ক্রুজ মিসাইলে বলিয়ান হলে আরও শক্তিশালী হবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)