ওয়েব ডেস্ক : আজও ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। দৃশ্যমানতা কমে গিয়েছে নিতান্তই। ট্রেন ও বিমান চলাচলে প্রভাব পড়েছে প্রচন্ডভাবে। দেরিতে চলছে অন্তত ৭৫টি ট্রেন। ২৮টি ট্রেনের সময়সূচিতে রদবদল করা হয়েছে। এখনও পর্যন্ত ৪টি ট্রেন বাতিলও করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- কুয়াশার দাপটে বিপর্যস্ত দিল্লির জনজীবন


একই ছবি ইন্দিরা গান্ধী বিমানবন্দরেও। কুয়াশার কারণে বেশকয়েকটি বিমান দেরিতে চলছে। শহরজুড়ে যান চলাচলও নিয়ন্ত্রিত। এই ছবি শুধু দিল্লিরই নয়। উত্তর ভারতের অন্যান্য শহরেও ঘন কুয়াশার চাদর। লখনউ, কানপুর, মোরাদাবাদ, অমৃতসরে ব্যাহত ট্রেন চলাচল। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। ফলে, রাতের অন্ধকারের মত আলো জ্বেলে চলতে হচ্ছে গাড়িগুলিকে।