নিজস্ব প্রতিবেদন - বলিউডে মাদক কাণ্ডে তদন্তের স্বার্থে অভিনেত্রী দীপিকা পাডুকোনকে ডেকে পাঠিয়েছিল এনসিবি। আর সেদিন নারকটিকস কন্ট্রোল ব্যুরো অফিসে দীপিকাকে জেরার সময় উপস্থিত ছিলেন তিনি। সেই কর্তা এবার করোনা পজিটিভ বলে জানা গিয়েছে। এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা করোনা টেস্টে পজিটিভ হয়েছেন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকেই বলিউডের একের পর এক তারকাকে জেরার মুখে পড়তে হয়েছে। কেন্দ্রীয় সংস্থা সুশান্তের মৃত্যুর সঙ্গে মাদক যোগের সম্পর্ক খুঁজতে ব্যস্ত। অনেকেই এর মধ্যে প্রশ্ন তুলেছেন, মাদক সেবন ও সুশান্তের মৃত্যু, দুটি একেবারেই আলাদা প্রেক্ষিত। এনসিবি বলিউডে মাদক যোগ খুঁজতে নেমে তদন্তের মূল ধারা থেকে সরে যাচ্ছে। দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান ও রাকুল প্রীত সিং -এর মত বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মুম্বইয়ের অফিসে ডেকে জেরা করেছিলেন এনসিবির কর্তারা। বলিউডের আরো কিছু প্রথম সারির তারকাকে খুব তাড়াতাড়ি সমন পাঠিয়ে ডাকবে এনসিবি। খবর এমনই।


আরও পড়ুন-  রাস্তা আটকে টোন-টিটকিরি দিত অভিযুক্তরা! হাথরসে নির্যাতিতার মায়ের চাঞ্চল্যকর দাবি


ইতিমধ্যে বলিউডে মাদক যোগের অভিযোগের সুসান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। দিল্লির এইমস- এর তরফ অবশ্য অটোপসি রিপোর্ট পর্যালোচনা করে জানানো হয়েছে, সুশান্তের মৃত্যু আত্মহত্যা। সুশান্ত খুন হয়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।