রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, একটু নজর দিন, লোকসভায় আর্তি দিলীপের
রাজ্যে নির্বাচনী হিংসার প্রসঙ্গ তুলে তৃণমূলকে কাঠগড়ায় তুললেন দিলীপ ঘোষ।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। সাংসদই নিরাপদ নন। লোকসভার অধিবেশনে অভিযোগ করলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের বিজেপি সাংসদ বলেন,''অর্জুন সিংয়ের মতো বারবার প্রাণঘাতী হামলা হচ্ছে। একটা রাজ্যে সাংসদই সুরক্ষিত নন। এব্যাপারের অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই''। দিলীপ যখন বলেছিলেন, তখন প্রতিবাদের ঝড় তোলেন। শুরু হয় হট্টগোল।
এদিন লোকসভার অধিবেশনে দিলীপ ঘোষ বলেন,''আমার পাশে বসে রয়েছেন অর্জুন সিং। ওনার উপরে বারবার প্রাণঘাতী হামলা হচ্ছে। একটা রাজ্যে সাংসদই সুরক্ষিত নন। তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা কেমন, সেটা বোঝাই যাচ্ছে''।
রাজ্যে নির্বাচনী হিংসার প্রসঙ্গ তুলে দিলীপের অভিযোগ, নির্বাচনের সময় আমাদের ১০জন প্রার্থীর উপরে হামলা হয়েছে। আমিও রয়েছি সেই তালিকায়। অসমের মন্ত্রী বিশ্ব শর্মার উপরেও হামলা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও বাদ যাননি। আপনারা ভিডিয়ো দেখেছেন। রূপা গঙ্গোপাধ্যায়কে চুলের মুঠি ধরে রাস্তায় মেরেছে।
বিজেপি কর্মীদের মিথ্যা মামলা দিয়ে শাসক দল ফাঁসাচ্ছে বলেও দাবি করেন দিলীপ। তাঁর কথায়,''বিজেপি ১৫৮ জন কর্মী আহত। শতাধিক কর্মীকে জেলে পোরা হয়েছে। গাঁজা কেস দিয়ে জেলে পোরা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণ নেই সরকারের। সাধারণ মানুষ নিরাপদ নন। রাস্তায় গুলি চালানো হয়েছে। দুজন লোক মরে গিয়েছে''। দিলীপ বক্তব্য রাখার সময় শুরু হয় হট্টগোল। বিরোধিতা করতে শুরু করেন তৃণমূলের সাংসদরা।
এদিন জিরো আওয়ারে কাটমানি নিয়ে তৃণমূলকে বিঁধেছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী তাঁর দলের নেতাদের বলেছিলেন, কাটমানির টাকার ২৫ শতাংশ আপনারা রাখুন আর ৭৫ শতাংশ আমাকে দিন। সেই টাকায় কালীঘাটে ১৩টা ফ্ল্যাট হয়েছে। পুরী ও গোয়ায় হোটেল হয়েছে। থাইল্যান্ড থেকে সোনা আসছে।
আরও পড়ুন- ক্ষমতায় এলে তৃণমূল নেতাদের সম্পত্তি বেচে কাটমানি ফেরত, আশ্বাস বিজেপির