ক্ষমতায় এলে তৃণমূল নেতাদের সম্পত্তি বেচে কাটমানি ফেরত, আশ্বাস বিজেপির

কাটমানি নিয়ে জেলায় জেলায় তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ।

Updated By: Jul 2, 2019, 07:12 PM IST
ক্ষমতায় এলে তৃণমূল নেতাদের সম্পত্তি বেচে কাটমানি ফেরত, আশ্বাস বিজেপির

নিজস্ব প্রতিবেদন: কাটমানি ফেরত দেওয়ার দাবিতে হাজরা মোড়ে ধরনা দিল রাজ্য বিজেপি। দলের নেতাদের আশ্বাস, ক্ষমতায় ফিরলে তৃণমূল নেতাদের সম্পত্তি বেচে মানুষের টাকা ফেরত দেওয়া হবে। 

কাটমানি নিয়ে জেলায় জেলায় তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। এবার রাস্তায় নেমেছে গেরুয়া শিবিরও। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজরা মোড়ে ধরনা কর্মসূচিতে সামিল হন বিজেপি নেতারা। নির্বাচনী রণনীতিকার প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তৃণমূল। সেই প্রসঙ্গ তুলে ঘাটালে বিজেপির পরাজিত প্রার্থী ভারতী ঘোষ বলেন,''প্রশান্ত কিশোরকে ৪০০-৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে। এটাও কাটমানির টাকা। ক্ষমতায় আসার পর তদন্ত করা হবে''।   

রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর কথায়,''৭৫ শতাংশ কাটামানির টাকা ফেরত দিতে হবে ‌তৃণমূলকে। আমাদের সরকার আসার পর তৃণমূল নেতাদের সম্পত্তি বিক্রি করে টাকা ফেরত দেব। কথা দিয়ে গেলাম''।

রাজু বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, উনি এখন আর চিফ মিনিষ্টার নন, কাটমানি মিনিষ্টার। জয়প্রকাশ মজুমদারের দাবি, সব জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা কাটমানির সরকার ।

লোকসভা ভোটে বিপর্যয়ের পর দলীয় বৈঠকে কাটমানি নিয়ে নেতানেত্রীদের সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ দেন, কাটমানি নিয়ে থাকলে ফেরত দিতে হবে। এরপরই রাজ্যের বিভিন্ন জেলায় কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাদের ঘিরে শুরু হয় বিক্ষোভ। কোথাও কাউন্সিলরের বাড়ি তো কোথাও পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হন সাধারণ মানুষ। খুলে যায় প্যান্ডোরার বাক্স। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিবৃতি জারি করে জানান, 'মুখ্যমন্ত্রীর বক্তব্য বিকৃত করছে মিডিয়ার একাংশ। দলে ৯৯.৯৯ শতাংশ নেতাই সত্‍ ও পরিশ্রমী।তাঁরা উন্নয়নের সুফল মানুষের কাছে পৌছে দিতে বদ্ধপরিকর'। 

আরও পড়ুন- জন্ম থেকে মৃত্যু পদে পদে কাটমানি নিয়েছে তৃণমূল, সংসদে খাঁটি বাংলায় সুর চড়ালেন লকেট

.