আম্মার আসনে জোর চমক, বিপুল জয় নির্দল দিনাকরণের
এআইএডিএমকের ই মধুসূদননকে ৪০, ৭০৭ ভোটে হারিয়ে দেন দিনাকরণ। তাঁর প্রাপ্ত ভোট ৮৯, ০১৩। ডিএমকে প্রার্থী মারুতু গণেশ পেয়েছেন মাত্র ২৪,৬৫১ ভোট। জামানত জব্দ হয়েছে তাঁর।
নিজস্ব প্রতিবেদন : চমকে দিল আর কে নগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচন। হিসেবে ছিলেন না যিনি, তিনিই উল্টে দিলেন সব হিসেব। চমকে দিলেন হিসেবে না থাকা দিনাকরণ।
জয়ললিতার মৃত্যুতে শূন্য হওয়া আসনে মূল লড়াই জয়ার দল এআইএডিএমকে এবং বিরোধী ডিএমকের মধ্যে। এআইডিএমকে এবং তার জোড়াপাতা প্রতীকের দখল নেওয়ার জন্য পালানিস্বামী ও পনিরসেলভমদের বিরুদ্ধে প্রবল যুদ্ধ চালিয়েছিলেন দিনাকরণ। কিন্তু সে লড়াইয়ে তাঁর হারই হয়েছিল সেদিন। নির্বাচন কমিশন জানিয়ে দেয়, পালানি-পনিরই জয়ার দল ও প্রতীকের আসল হকদার।
আরও পড়ুন- হিমাচলে পরিষদীয় দলনেতা হিসেবে জয়রাম ঠাকুরকে বেছে নিল বিজেপি
তবু লড়াইয়ের ময়দান ছাড়তে রাজি হননি জয়ার দীর্ঘদিনের সঙ্গী তথা বান্ধবী শশিকলা নটরাজনের ভাইপো দিনাকরণ। জয়ার আসনে নির্দল প্রার্থী হিসেবে লড়তে নামেন তিনি। প্রবীণ এআইএডিএমকে নেতা ই মধুসূদনন ও ডিএমকে প্রার্থী এন মারুতু গণেশের মধ্যেই লড়াই হবে বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু গণনা শুরু হতেই দেখা যায়, জোড়াপাতা বা উদীয়মান সূর্য সেভাবে ছাপই ফেলতে পারেনি। আরকে নগরের মানুষ দেদার ছাপ দিয়েছেন নির্দল প্রার্থী দিনাকরণের প্রেশার কুকার চিহ্নে।
এআইএডিএমকের ই মধুসূদননকে ৪০, ৭০৭ ভোটে হারিয়ে দেন দিনাকরণ। তাঁর প্রাপ্ত ভোট ৮৯, ০১৩। ডিএমকে প্রার্থী মারুতু গণেশ পেয়েছেন মাত্র ২৪,৬৫১ ভোট। জামানত জব্দ হয়েছে তাঁর।
আরও পড়ুন- আম্মার আর কে নগরে চাপে এআইএডিএমকে, উপনির্বাচনে এগিয়ে নির্দল দীনাকরণ
গণতন্ত্রের হত্যা হয়েছে আরকে নগরে। অভিযোগ ডিএমকের। এই ফল কোনওভাবেই এআইএডিএমকে এবং সরকারের ওপর কোনও প্রভাব ফেলবে না বলে দাবি পনির-পালানি গোষ্ঠীর। তবে দিনাকরণ এই সব অভিযোগকে আমল দিতে নারাজ। জয়ললিতার আসল উত্তরসূরি যে তিনিই, এই উপনির্বাচনের ফলে তা প্রমাণ হয়ে গেল বলে দাবি তাঁর।