ওয়েব ডেস্ক : বাংলা মানেই দুর্গাপুজো। বাংলা মানেই ঢাকের শব্দ। বাংলা মানেই তো ধুনুচি নাচ, গানের সুর।  এক টুকরো বাংলা যেন উঠে এল দিল্লির রাজপথে। কুচকাওয়াজে বাংলার ট্যাবলোয় ছিল দুর্গা ঠাকুর, ঢাক, ধুনুচি নাচ। হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবি পড়ে ঢাক বাজালেন বাংলার প্রতিনিধিরা। শোভাযাত্রায় সকলের নজর কাড়ল বাংলার ট্যাবলো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অন্যদিকে, আজ প্রথমবার সাধারণ দিবসের প্যারেডে অংশ নেয় NSG। (পড়ুন) রাজপথে শোভা পায় GST ট্যাবলোও। (পড়ুন)


আরও পড়ুন, প্রথা ভেঙে জনতার মাঝে সাধারণতান্ত্রিক শুভেচ্ছা বাহক মোদী


প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাকিস্তান ও বাংলাদেশের সেনাদের সঙ্গে সৌজন্য বিনিময় ভারতীয় সেনার