প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাকিস্তান ও বাংলাদেশের সেনাদের সঙ্গে সৌজন্য বিনিময় ভারতীয় সেনার

নিয়ন্ত্রণ রেখা বরাবর মাঝেমাঝেই চলে হামলা। কখনও চোরাগোপ্তা, আবার কখনও সরাসরি। হামলার জবাবও মেলে তেমন ভাবেই। এটাই এখন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপরও এমন দৃশ্য দেখা যায় সীমান্তে। আর তা করতে পারে ভারতই।

Updated By: Jan 26, 2017, 06:45 PM IST
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাকিস্তান ও বাংলাদেশের সেনাদের সঙ্গে সৌজন্য বিনিময় ভারতীয় সেনার

ওয়েব ডেস্ক : নিয়ন্ত্রণ রেখা বরাবর মাঝেমাঝেই চলে হামলা। কখনও চোরাগোপ্তা, আবার কখনও সরাসরি। হামলার জবাবও মেলে তেমন ভাবেই। এটাই এখন ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তারপরও এমন দৃশ্য দেখা যায় সীমান্তে। আর তা করতে পারে ভারতই।

আরও পড়ুন- কাশ্মীরে জোড়া তুষারধসে মৃত ১০ সেনা জওয়ান

আজ ভারতের প্রজাতন্ত্র দিবস। আর সেই অনুষ্ঠান উপলক্ষে পাকিস্তানের সঙ্গে সৌহার্দ দেখাল ভারতীয় সেনা। অন্য বছরের মত এবারও প্রজাতন্ত্র দিবসে সীমান্তে পাকিস্তানের জওয়ানদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মিষ্টিও তুলে দেওয়া হয়। ওয়াঘা সীমান্তে আজ সকালে এটাই ছিল দেখার মত বিষয়। অন্যদিকে, ভারত-বাংলাদেশ সীমান্তেও দেখা যায় সেই একই ছবি।

.