নিজস্ব প্রতিবেদন: মাইসোর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মোদী জানান, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্বে ভারতকে একটি পীঠস্থান হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রসঙ্গত, নতুন শিক্ষানীতির আরোপ নিয়ে ক্ষোভের মুখে পড়েছিল বিজেপি সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে গিয়ে কথা প্রসঙ্গে নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষানীতি প্রয়োগের উল্লেখ করেন। কী ভাবে এই নীতির মাধ্যমে পড়ুয়াদের স্কিল আরও উন্নত করা যাবে সে বিষয়েও নিজের মত প্রকাশ করেন তিনি। জাতীয় শিক্ষানীতি সম্পর্কে বলেন, 'দেশে প্রাক-নার্সারি থেকে পিএইচডি পর্যন্ত চলতি শিক্ষাব্যবস্থার মৌলিক পরিবর্তন আনাই একটি বিশাল কাজ। এ দেশের পড়ুয়াদের আরও বিকশিত করার জন্য বহুমাত্রিক পদ্ধতির দিকে মনোনিবেশ করা হচ্ছে।'


উল্লেখ্য, নয়া শিক্ষানীতিতে ভারতে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলি তাদের ক্যাম্পাস তৈরি করতে পারবে। বিশ্বের ১০০টি বিদ্যালয়েকে বেছে নেওয়ার কাজ শুরু হবে এই নয়া জাতীয় শিক্ষানীতি মেনে। 'ইনস্টিটিউট অফ এমিনেন্স স্ট্যাটাস' রয়েছে এমন বিশ্ববিদ্যালয়কেই প্রাধান্য দেওয়া হবে।


আরও পড়ুন: উইন্ডমিল হাওয়া থেকে বানাতে পারে জল! অদ্ভুত যুক্তি মোদীজির