জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ভোট দিতে বেরিয়েছিলেন। লাইনে দাঁড়িয়েওছিলেন। কিন্তু আচমকই পড়ে গেলেন মাটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হল প্রৌঢে়র। উত্তর প্রদেশের বালিয়ার একটি বুথের ঘটনা। মৃত ওই ব্যক্তির নাম নাম বাম বচন চৌহান। প্রত্যক্ষদর্শীরা বলছেন ওই মৃত্যু কারণ প্রবল তাপপ্রবাহ। চড়া রোদের জন্যই হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ওই ব্যক্তি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'আইপিএল মেন্টরিং আর জাতীয় দলের...', কোচ হোক এই মহারথীই, ভোট দিলেন মহারাজ


স্থানীয় সূত্রে খবর, চক বাহাউদ্দিন গ্রামের ২৫৭ নম্বর বুথে ভোট দিতে গিয়েছিলে রাম বচন চৌহান। বুথ যখন সবাই লাইনে দাঁড়িয়ে সেইসময় ঘট যায় ওই ঘটনা। হঠাত্ করেই পড়ে যান রাম বচন। সঙ্গে সঙ্গে আসপাশের লোকজন ওই বৃদ্ধকে ধরাধরি করে পাশে সরিয়ে নিয়ে য়ায়। পরে খাটিয়ায় তুলে তাঁকে হাসপাতালে নিয়ে য়ায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা।


উল্লেখ্য, রাজ্যে প্রবল হিটওয়েভের কারণে রাজ্যসরকার কিছু নির্দেশিকা জারি করেছে। রাজ্য সরকারের তরফে বলা হয়েছে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা করার প্রয়োজন তা করতে হবে। এর জন্য সতর্ক থাকতে হবে প্রশাসনকে। রাজ্যের ৫৭ আসনে আজ শেষ দফায় ভোট নেওয়া চলছে দেশের মোট ৫৭ আসনে। উত্তর প্রদেশের ১১ জেলায় মোট ৮ আসনে ভোট নেওয়া হচ্ছে। ওইসব আসনের মধ্যে রয়েছে মহারাদগঞ্জ, রোরক্ষপুর, কুশী৬নগর, দেওরিয়া, বাঁশগাঁও, গোসি,ৃসালেমপুর, বালিয়া, চন্দৌলি, বারাণসি, মির্জাপুর ও রবার্সসগঞ্জ।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)