নিজস্ব প্রতিবেদন: গুলির লড়াইয়ের পর পূর্ব দিল্লির শাকারপুর এলাকা থেকে গ্রেফতার ৫ সন্দেহভাজন জঙ্গি। এদের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-স্বাস্থ্যসাথী এ বার দরজাগোড়ায়! বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি


গ্রেফতার ৫ জনের মধ্যে ৩ জন কাশ্মীরের ও বাকী ২ জন পঞ্জাবের বাসিন্দা। দিল্লি পুলিস সূত্রে খবর গ্রেফতার করা হয়েছে সাব্বির আহমেদ, আয়ুব পাঠান ও রিয়াজ রাথার নামে ৩ কাশ্মীরি ও গুরজিত্ সিং ও সুখদীপ সিং নামে পঞ্জাবের ২ বাসিন্দাকে।



সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, দিল্লি পুলিসের দাবি, 'ISI এর মদতে ওই ৫ জন ড্রাগ চোরাচালানের(Nercoterrorism) সঙ্গে জড়িত ছিল। তবে ওই ৫ জন কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়।'


আরও পড়ুন-গ্রেফতার অখিলেশ; আন্দোলন চলবে, জানাল সমাজবাদী পার্টি


দিল্লি পুলিসের স্পেশাল সেলের ডিসি প্রমোদ সিং বলেন, ওই ৫ জনের মধ্যে একজন শৌর্যচক্র বিজেতা বলবিন্দর সিংয়ের খুনের সঙ্গে জড়িত।


উল্লেখ্য, নভেম্বর মাসের প্রথমেও ২ জঙ্গিকে গ্রেফতার করেছিল পুলিস। রাজধানীর সরাই কালা খান এলাকা থেকে গ্রেফতার করা হয় ২ সন্দেহভাজন জইশ জঙ্গিকে।