ইপিএফও-র ওয়েবসাইট থেকে সদস্যদের আধার তথ্য ফাঁস, অভিযোগ ওড়াল সংস্থা
২ কোটি সদস্যের আধার তথ্য ফাঁসের অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: ইপিএফও-র ওয়েবসাইট থেকে ২ কোটি সদস্যের আধার তথ্য ফাঁসের অভিযোগ উঠল। সেই অভিযোগ উড়িয়ে ইপিএফও জানাল, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রয়েছে। তবে সংশ্লিষ্ট ওয়েবসাইটের আধার সংযুক্তিকরণ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
'aadhaar.Epfoservices.Com থেকে সদস্যের আধার তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ওয়েবসাইটি চালায় কমন সার্ভিস সেন্টার (CSC)। এই সংস্থা কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন।
CSC-এর সিইও দীনেশ ত্যাগীকে একটি চিঠি পাঠিয়েছিলেন ইপিএফও-র কমিশনার ভিপি জয়। ওই চিঠিচতে আধার সংক্রান্ত তথ্য চুরির কথা লেখা হয়েছে। ৫ কোটিরও বেশি সদস্য রয়েছে ইপিএফও-র। প্রায় ২.৭৫ কোটি সদস্যের আধার সংযুক্তিকরণ করা হয়েছে। ইপিএফও জানিয়েছে, তথ্য ফাঁস নিয়ে নিশ্চিত নয় সংস্থা। আগাম ব্যবস্থা হিসেবে সার্ভার বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন- জিন্নাহর ছবি বিতর্কে বিজেপির পাশে জামিয়েত উলেমা-ই-হিন্দ