জিন্নাহর ছবি বিতর্কে বিজেপির পাশে জামিয়েত উলেমা-ই-হিন্দ
#JinnahFreeAMU হ্যাশট্যাগে শুরু হয়েছে প্রচার।
নিজস্ব প্রতিবেদন: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নাহর ছবি নিয়ে বিতর্কে বিজেপি বিধায়কের পাশে দাঁড়ালেন জামিয়েত উলেমা-ই-হিন্দের মৌলানা মেহমুদ মদানি। তাঁর কথায়, ''দীর্ঘদিন আগেই জিন্নাহকে ত্যাগ করেছে ভারতীয় মুসলিমরা। তাঁর আদর্শ, ভারত-পাকিস্তান ভাগের নীতিকে খারিচ করেছেন তাঁরা।''
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নাহর ছবি সরানোর দাবি করেছেন আলিগড়ের বিজেপি সাংসদ সতীশ গৌতম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠিতে তিনি লিখেছেন, ''শুনেছি ক্যাম্পাসের ভিতরে মহম্মদ আলি জিন্নাহর ছবি রয়েছে। অনুগ্রহ করে এব্যাপারে খোঁজখবর নিন।'' সামাজিক যোগাযোগ মাধ্যমে #JinnahFreeAMU হ্যাশট্যাগে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। এদিন আবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
BJP MP from Aligarh Satish Kumar Gautam writes to vice-chancellor of Aligarh Muslim University, says, 'I have heard a portrait of Muhammad Ali Jinnah is hung inside the campus. Kindly gather more details on this and give reasons behind it.'
— ANI UP (@ANINewsUP) May 1, 2018
#JinnahFreeAMU https://t.co/gPqzyPRhxk
— Satish Gautam (@satishgautam72) May 1, 2018
বিজেপি সাংসদ সতীশ গৌতমের পাশে দাঁড়িয়ে এদিন মাদানি বলেন,''জিন্নাহর আদর্শ ও দেশভাগের নীতিকে প্রত্যাখ্যান করেছেন ভারতের মুসলিমরা। এই ধরনের ছবি রাখার বিরোধী আমরা। শীঘ্রই ছবিটি সরিয়ে ফেলা হোক।
Muslims living in India rejected Jinnah, his ideology and partition. We are against the presence of such a thing (portrait of Jinnah) & it should be removed: Maulana Mehmood Madani, Jamiat Ulama-i-Hind on portrait of Muhammad Ali Jinnah inside campus of Aligarh Muslim university pic.twitter.com/sWhmTeJCvT
— ANI (@ANI) May 2, 2018
কংগ্রেস নেতা করণ দালালের কথায়,''দেশভাগের আগে স্বাধীনতার লড়াই লড়েছিলেন জিন্নাহ। এটাও ঠিক, উনি দেশভাগে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তাঁর ছবি সরাতে বলা বিজেপির রাজনৈতিক চটক।''
Before partition Jinnah fought for India's independence. It's different matter that country was divided in which he played crucial role. But to remove his portrait from AMU is political gimmick by BJP: Karan Dalal,Cong on BJP MP writing to AMU VC seeking removal of Jinnah's photo pic.twitter.com/rKuaoI0GSy
— ANI (@ANI) May 1, 2018
আরও পড়ুন- ভারতের প্রতিটি গ্রামে বিদ্যুত্, কৃতিত্ব নিয়ে কাজিয়া কংগ্রেস-বিজেপির