ওয়েব ডেস্ক: রাত আড়াইটে। অন্ধপ্রদেশের গুন্টুর। জাতীয় সড়ক দিয়ে সাঁই সাঁই করে চলে যাচ্ছে একের পর এক গাড়ি। অনেকের মতোই লরি চালাচ্ছেন রাজু লোহিয়াও। ন্যাশানাল পারমিট লরি নিয়ে রাজুর গন্তব্য চন্ডীগড়। ফুল স্পিডে চলছে গাড়ি। হঠাত্ই হাত দেখালেন জনৈক পুলিস কর্মী। কিন্তু, তিনি তো কোনও আইন ভাঙেননি, গাড়িতেও বহন ক্ষমতা অনুয়ায়ী মাল তুলেছেন, ওভার লোডেড নয়। তাহলে? বিস্মিত রাজু লোহিয়া শেষ পর্যন্ত গাড়ি থামালেন, পুলিসের নির্দেশ বলে কথা। কিন্তু কেন? চোখে মুখে কৌতুহল নিয়ে গাড়ির জানলা দিয়ে মুখ বের করতেই পুলিস কর্মী নেমে আসতে বললেন রাজুকে। কিন্তু কেন? একি জ্বালা...



রাজু রাস্তায় নামতেই অবাক, পুলিস কর্মী এক বালতি জল নিয়ে হাজির। রাজুকে সেই জলে মুখ-চোখ ধুতে হবে, এটাই হুকুম। তারপর ইচ্ছা হলে চা খাওয়ানো হবে, বিনামূল্যে পুলিসই দেবে এই চা। এরপর গাড়ি নিয়ে নিজের গন্তব্যে এগিয়ে যাওযার ছাড়পত্র পেলেন রাজু। কিন্তু এসব কী ব্যাপার? প্রশ্ন করতে জানা গেল পথ দুর্ঘটনা রুখতে অন্ধ্র সরকারের অভিনব উদ্যোগ 'ফেস ওয়াশ অ্যান্ড গো'। মানে, রাত একটা থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত রাজ্যের রাস্তায় যারা গাড়ি চালাবেন তাঁদের পথ আটকাবেন পুলিসকর্মীরা। তারপর, গাড়ির চালককে জল দেওয়া হবে চোখ-মুখ ধুয়ে নেওয়ার জন্য। আশা করা হচ্ছে, এতে কমবে পথ দুর্ঘটনার হার। কারণ, বহুক্ষেত্রেই ক্লান্ত শরীরে রাতের রাস্তায় গাড়ি চালাতে চালাতে চোখ লেগে আসে স্টিয়ারিং-এ বসা মানুষটির। আর তার থেকেই ঘটে যায় একেকটা প্রাণঘাতী মর্মান্তিক দুর্ঘটনা। তাই এমন বেনজির 'মুখ ধুন এবং যান' পদক্ষেপ। সত্যিই অভিনব, ধন্যবাদ অন্ধ্র পুলিশ। (আরও পড়ুন- বাড়ির দেওয়ালে সরকার লিখে দিচ্ছে, "আমি গরিব, সস্তায় রেশন পাই")