ওয়েব ডেস্ক : ড্রাইভার নেই। তাই গাড়ি দেওয়া যাবে না। সাফ জানিয়ে দিল পৌরনিগম। ছেলের মৃতদেহকে বাঁশে ঝুলিয়ে সংকারে নিয়ে গেল পরিবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিধিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওড়িশার দানা মাঝির গল্প এখন সবার জানা। টাকার অভাবে মৃতদেহ নিয়ে যাওয়ার শববাহী গাড়ি পাননি। স্ত্রীর মৃতদেহ কাঁধে মাইলের পর মাইল হেঁটেছিলেন তিনি। তবে দানা মাঝি একা নন... বৈষম্য ও প্রশাসনিক অসহযোগিতার এই 'উদাহরণ' যেন শেষ হওয়ার নয়।


অভিযোগ, শববাহী গাড়ির চালক নেই। এই অজুহাতে সিধির এক পরিবারকে তাদের ছেলে মুনেশ কলের মৃতদেহ বাঁশে ঝুলিয়ে সত্কারে নিয়ে যেতে বাধ্য করা হয়। সিধির স্বাস্থ্য পরিষেবার অব্যবস্থা নিয়ে এর আগেও বহুবার অভিযোগ উঠেছে।


আরও পড়ুন, মূত্র পান! ঋণ মকুবের দাবিতে অভিনব প্রতিবাদ তামিলনাড়ুর কৃষকের