নিজস্ব প্রতিবেদন:গণতন্ত্র দিবসে(Republic Day) দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিল পুলিসের নির্দিষ্ট করে দেওয়া পথ ভেঙে রাজধানীতে ঢুকে পড়ে। আন্দোলনকারী কৃষকরা তোলপাড় করে দিল্লি পুলিসের সদর আইটিও চত্বর। পাশাপাশি লালকেল্লায় ঢুকে পড়ে সেখানে ধর্মীয় পতাকা টাঙিয়ে দেয়। এনিয়ে সরব হলেন কৃষক নেতা নরেশ টিকায়েত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ফের মুখোমুখি Modi-Mamata, হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে


ভারতী কিষাণ ইউনিয়ন নেতা টিকায়েত বলেন, ২৬ জানুয়ারি যা হয়েছে তা কৃষকদের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। তেরঙ্গা সবার ওপরে। আমরা চাই না কেউ এর অবমাননা করুক। এ জিনিস সহ্য করা হবে না।


অন্যদিকে, রবিবার নরেশ টিকায়েত আরও বলেন, প্রধানমন্ত্রীর পদমর্যদাকে সম্মান করলেও তা কখনওই কৃষকদের মর্যাদা বিসর্জন দিয়ে নয়। 


গণতন্ত্র দিবসের দিন লালকেল্লা সহ দিল্লির একাধিক জায়গায় কৃষকদের বিশৃঙ্খলার পরও শনিবার প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, কৃষকরা চাইলেই কৃষি আইন(Farm Laws) স্থগিত করে দেওয়া হবে, আলোচনা চলবে। প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার ভারতীয় কৃষক ইউনিয়ন(BKU) নেতা নরেশ টিকায়েত(Naresh Tikait) বলেন, কৃষকদের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে প্রধানমন্ত্রীর পদমর্যদাকে সম্মান করতে পারব না।


আরও পড়ুন-চন্দ্রিমার ভুল জাতীয় সঙ্গীত, টুইটে Abhishek-কে 'খোকনসোনা' কটাক্ষ শঙ্কুর


সরকার কৃষি আইন আগামী দেড় বছর স্থগিত করে দিতে রাজী। এমনটা আগেই জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কিন্তু অনড় কৃষকরা।  কৃষক নেতা নরেশ টিকায়েত বলেন, নয়া ৩ কৃষি আইন বাতিল করতে হবে। এছাড়া আর কোনও বিকল্প নেই। সরকারের উচিত যেসব কৃষকদের কেন্দ্র গ্রেফতার করেছে তাদের ছেড়ে দেওয়া যাতে করে আলোচনার পথ খোলা থাকে। কৃষি আইন নিয়ে একটা সম্মানজনক সমাধানে পৌঁছাতে হবে। কোনও চাপে পড়ে কোনও কিছুতে আমরা রাজী হব না। চাষিরা কখনওই চায় না সরকার বা সংসদ কৃষকদের কাছে ঝুঁকে পড়ুক। কিন্তু আমাদেরও দেখতে হবে কৃষকদের আত্মসম্মান যাতে বজায় থাকে। মাঝামাঝি একটা পথ বেছে নিতে হবে। আলোচনার রাস্তা খোলা থাকুক।


লালকেল্লায়(Red Fort) বিশৃঙ্খলার ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৮০ জনকে। আজ মন কি বাত অনুষ্টানে প্রধানমন্ত্রী বলেন, লালকেল্লায় তেরঙ্গার অবমাননা দেখে গোটা দেশ ব্যথিত