Tractor Rally-তে হিংসা, Red Fort-এ তদন্তে ফরেন্সিক টিম ও বম্ব স্কোয়াড

লাল কেল্লার (Red Fort) পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং পাটেলও।

Updated By: Jan 27, 2021, 12:28 PM IST
Tractor Rally-তে হিংসা, Red Fort-এ তদন্তে ফরেন্সিক টিম ও বম্ব স্কোয়াড

নিজস্ব প্রতিবেদন : দিল্লির লাল কেল্লায় (Red Fort) তদন্তে নামল ফরেন্সিক টিম। একইসঙ্গে রয়েছে বম্ব স্কোয়াডও। লাল কেল্লার ভিতরে সন্দেহভাজন কিছু পড়ে রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বম্ব স্কোয়াড। এর পাশাপাশি লালকেল্লার চারপাশ, আইটিও ও অন্যান্য জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবারের ঘটনায় কারা কারা জড়িত, তাদের চিহ্নিত করার কাজ চলছে।

লাল কেল্লার (Red Fort) পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে গিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী প্রহ্লাদ সিং পাটেলও। অন্যদিকে দিল্লি পুলিস সূত্রে খবর, দিল্লি পুলিসের সদর দফতরে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন আধিকারিকরা। দুপুরে সাংবাদিক বৈঠক করবেন পুলিস কর্তারা। গতকালকের ট্রাক্টর মিছিলে (Tractor Rally) হিংসার ঘটনায় ইতিমধ্যেই ২২টি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিস। পাশাপাশি, গতকালকের হিংসায় জখম হয়েছেন একশোরও বেশি পুলিসকর্মী।

ইতিমধ্যেই গতকালকের হিংসার ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবিতে মুম্বইয়ের এক আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি। গতকালকের ঘটনার তদন্তের দাবিতে স্বাধীন কমিশন গঠনের দাবিতে আবেদন করেছেন আরও এক আইনজীবীও। 

আরও পড়ুন, কৃষকদের Red Fort-এ যেতে উস্কেছিলেন অভিনেতা Deep Sidhu, দাবি কৃষক সংগঠনের

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর র‌্যালি (Tractor Rally) ঘিরে  রণক্ষেত্রের রূপ নিয়েছিল রাজধানী দিল্লির পথঘাট। পুলিসের ব্যারিকেড ভেঙে ট্রাক্টর মিছিল নিয়ে এগোতে থাকে কৃষকরা (Farmers Protest)। অভিযোগ, পুলিসকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। পাল্টা কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে দিল্লি পুলিসও। এরপরই লাল কেল্লায় ঢুকে পড়ে কৃষক মিছিল। সেখানেও ভাঙচুর চলে। বিক্ষোভকারীদের মধ্যেই একদল লাল কেল্লার চূড়ায় উঠে নিশান সাহিবের পতাকা (শিখ সম্প্রদায়ের ধর্মীয় পতাকা) উড়িয়ে দেয়। 

আরও পড়ুন, দিল্লিতে বিস্তীর্ণ এলাকায় বন্ধ ইন্টারনেট, Red Fort মেট্রো স্টেশনে Shutter Down

.