নিজস্ব প্রতিবেদন: রাম নাম করলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নাশ্যনাল কনফারেন্সের প্রবীণ নেতা ফারুক আবদুল্লা। #ZeeIndiaConclave-এ তিনি বলেন, আমি মুসলিম। কিন্তু জানি না কেন, রামের প্রতি একটা অদ্ভূত আবেগ রয়েছে আমার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রামকে নিয়ে আবেগ ফারুক ব্যক্ত করেছেন ভজন গেয়ে-


মেরা রাম... জিস গলি গয়ে মেরা রাম, জিস গলি গয়ে মেরা রাম, 
মেরা আঙ্গন, সুনা-সুনাস জিস গলি গয়ে মেরা রাম, 
মেরা শ্যাম, জিস গলি গয়ে মেরা রাম, 
সখী-সখী ধুন্ডে কহাঁ গয়ে মেরা রাম। 



ফারুক আবদুল্লা বলেন, ''হিন্দুরা আমাকে মুসলিম ভাবেন। মুসলমানরা ভাবেন হিন্দু।''  কাশ্মীর সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী ফারুক আবদুল্লা। কিন্তু কবে হবে? তা ঈশ্বরের হাতেই ছেড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে আলোচনা চালাতে হবে বলেও মনে করেন ফারুক।


আরও পড়ুন- টিডিপি-র সঙ্গে 'ব্রেক আপে'র পর বিজেপির পাশে দাঁড়াল দাক্ষিণাত্যের দুই দল