ওয়েব ডেস্ক: আলিগড়ের বিজেপি নেত্রীর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। সঙ্গীতা ভারসনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (ইচ্ছাকৃত আঘাত) ও ৫০৪ (শান্তিভঙ্গের অভিপ্রায়) ধারায় এফআইআর করা হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সোমবার একটি মেয়ে চায়ের দোকানে ভিন্ন সম্প্রদায়ের একটি ছেলের সঙ্গে বসেছিলেন। সেই কারণে ওই মেয়েটির গালে চড় কষিয়ে দেন আলিগড়ের বিজেপি নেত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ‌যায় গোটা ঘটনাটি।  


ওই ‌যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস। তাঁকে গ্রেফতারও করা হয়। পরে অবশ্য জামিনে মুক্তি পান তিনি। সাধারণ মানুষের চাপ ও ওই মেয়েটির বাবার অভি‌যোগের ভিত্তিতে শেষপ‌র্যন্ত বিজেপি নেত্রীর বিরুদ্ধে এফআইআর করতে বাধ্য হয় পুলিস।


আরও পড়ুন, বিজেপি নেতার বিরুদ্ধে মামলা তুলতে পাকিস্তান থেকে হুমকি ফোন মহিলাকে