বিজেপি নেতার বিরুদ্ধে মামলা তুলতে পাকিস্তান থেকে হুমকি ফোন মহিলাকে
ওয়েব ডেস্ক: মহারাষ্ট্রের বিজেপি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির মামলা তুলে নিতে খুনে হুমকি দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন আম আদমি পার্টির নেত্রী অঞ্জলি দামানিয়া। তাঁর দাবি, পাকিস্তান থেকে ফোন কলটি এসেছিল।
টুইটারে অঞ্জলি লিখেছেন, "রাত ১২ টা ৩৩ মিনিটে + ৯২২১৩৫৮৭১৭১৯ নম্বর থেকে আমাকে কল করা হয়েছিল। ট্রুকলারে দেখাচ্ছিল, দাউদ ২। একনাথ খাড়সের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করার হুমকি দেওয়া হয়েছে। খাড়সের মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জানিয়েছি।"
Informed CM on threat call frm a landline number of Pakistan,asking me to withdraw all cases against Eknath Khadse.Jt CP Crime investigating pic.twitter.com/Gsws5rO8WK
— Mrs Anjali Damania (@anjali_damania) September 23, 2017
ঘটনায় তদন্তে নেমেছেন যুগ্ম পুলিশ কমিশনার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছেও আবেদন করেছেন অঞ্জলি দামানিয়া। তিনি চান, সরকার এব্যাপারে পদক্ষেপ করুক। ২ সেপ্টেম্বর দামানিয়ার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল একনাথ খাড়সের বিরুদ্ধে। ভাকোলা থানায় এফআইআর দায়ের করেছিলেন অঞ্জলি।
আরও পড়ুন, অর্থনীতিকে ট্র্যাকে আনতে সোমবার বড় ঘোষণা করতে চলেছেন নরেন্দ্র মোদী