জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোনও যাত্রী ছিলেন না ভিতরে। আচমকাই আগুন লেগে গেল স্পাইসজেটের একটি বিমানে! চাঞ্চল্য ছড়াল দিল্লি বিমানবন্দরে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Chandrayaan-3: পৃথিবীর আওতার একেবারে শেষপ্রান্তে পৌঁছেছে চন্দ্রযান, এবার চূড়ান্ত ঝাঁপ চাঁদের দিকে...


ফের বিমানে বিপত্তি! কীভাবে? দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়েছিল স্পাইসজেটের ওই  বিমানটি। ইঞ্জিন রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ঠিক তখনই বিমানসংস্থার কর্মী ও ইঞ্জিনিয়ার দেখেন, বিমানের একটি ইঞ্জিন থেকে আগুন ফুলকি বেরোচ্ছে! এরপর রীতিমতো দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।


তারপর? বিমান সংস্থার তরফে জানানো হয়েছে,  বিমানের অগ্ননির্বাপক ব্যবস্থার সাহায্যে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। খবর দেওয়া হয় দমকলেও। কর্মী ও ইঞ্জিনিয়ারদের কোনও ক্ষতি হয়নি।


 



এর আগেও, স্পাইসজেটে বিমান বিপত্তি ঘটেছে একাধিকবার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, এই এয়ারলাইন্সের বিমানে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নজরদারি চালাচ্ছিল  ডিজিসিএ। কিন্তু সম্প্রতি সেই নজরদারি তুলে দেওয়া হয়েছে। তারপরেই এই ঘটনা।


আরও পড়ুন: Karnataka: মর্মান্তিক মৃত্যু! জলপ্রপাত দেখতে গিয়ে যুবকই ভেসে গেলেন জলের তোড়ে, দেখুন ভিডিয়ো...



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)