Chandrayaan-3: পৃথিবীর আওতার একেবারে শেষপ্রান্তে পৌঁছেছে চন্দ্রযান, এবার চূড়ান্ত ঝাঁপ চাঁদের দিকে...
Chandrayaan-3: চন্দ্রযান-৩ মিশন ইসরো'র মুকুটে পালক। যথাযথ ভাবে এটির লঞ্চ হয়েছে এবং এটি এখনও পর্যন্ত নিরাপদেই অভীষ্টপথে ছুটে চলেছে। এ নিয়ে আজ, ২৫ জুলাই ইসরো একটি ট্যুইটও করেছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চন্দ্রযান-৩ মিশন ইসরো'র মুকুটে পালক। যথাযথ ভাবে এটির লঞ্চ হয়েছে এবং এটি এখনও পর্যন্ত নিরাপদেই অভীষ্টপথে ছুটে চলেছে। এ নিয়ে আজ, ২৫ জুলাই ইসরো একটি ট্যুইটও করেছে। সেখানে বলা হয়েছে, আর্থ-বাউন্ড পেরিজি ফায়ারিং-- যেটাকে অরবিট-রেইজিং ম্যানুভারও বলা হয়েছে-- সাফল্যের সঙ্গে সম্পাদন করতে পেরেছে 'ইসরো'। যার ফলে, এটি পৃথিবীর আওতার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যেতে পেরেছে, যেখান থেকে তার চাঁদের দিক যাত্রা শুরু হবে। ১২ লক্ষ ৭ হাজার ৬০৯ কিমি/২৩৬ কিমি কক্ষপথটিতে পৌঁছবে চন্দ্রযান-৩, তবে এখনও পৌঁছয়নি। এর পরের ধাপে আছে ট্রান্সলুনার ইঞ্জেকশন (টিএলআই)। ১ অগস্ট রাত ১২টা থেকে ১টার মধ্যে এই লঞ্চ হবে।
আরও পড়ুুন: Karnataka: মর্মান্তিক মৃত্যু! জলপ্রপাত দেখতে গিয়ে যুবকই ভেসে গেলেন জলের তোড়ে, দেখুন ভিডিয়ো...
ভারতের এর আগের মিশন চন্দ্রযান-২ ব্যর্থ হয়েছে। ফলে এই চন্দ্রযান-৩ মিশন নিয়ে ভারত খুবই উত্তেজিত হয়ে আছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চন্দ্রযান-৩ বহনকারী স্পেসক্র্যাফ্ট সাফল্যের সঙ্গে লঞ্চ করতে পেরেছে। এটিই ভারতের হেভিয়েস্ট জিএসএলভি। তৈরি করা হয়েছে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। ১৪ জুলাই এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে।
Chandrayaan-3 Mission:
The orbit-raising maneuver (Earth-bound perigee firing) is performed successfully from ISTRAC/ISRO, Bengaluru.
The spacecraft is expected to attain an orbit of 127609 km x 236 km. The achieved orbit will be confirmed after the observations.
The next… pic.twitter.com/LYb4XBMaU3
— ISRO (@isro) July 25, 2023
ইসরো চাঁদে পাড়ি দেওয়ার আগে তাদের মহাকাশযান ধারণকারী পেলোড ফেয়ারিংকে জিওসিঙ্ক্রোনাস লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি-র সঙ্গে জুড়ে দিয়েছিল। ভারতের সবচেয়ে ভারী রকেটের সঙ্গে পেলোড ফেয়ারিংয়ের জুড়ে দেওয়ার কাজটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারেই হয়েছিল। অতি উচ্চাকাঙ্ক্ষী এই প্রকল্প নিয়ে ইসরো খুবই আত্মবিশ্বাসী ও উচ্ছ্বসিত। তারা জানিয়েছে, লুনার সারফেসে বা চাঁদের মাটিতে ঘোরার সময়ে চন্দ্রযান-৩ চাঁদের ভূ-প্রকৃতি ও তার পরিবেশ নিয়ে 'ইন-সিটু কেমিক্যাল অ্যানালিসিস' চালাবে। এটি চাঁদের দক্ষিণ মেরু-অঞ্চলে ঘোরাফেরা করবে।
আরও পড়ুুন: Narendra Modi, I.N.D.I.A.: ইন্ডিয়ান মুজাহিদিন নামেও INDIA আছে! জোটকে তীব্র কটাক্ষে বেলাগাম মোদী
চন্দ্রযান-৩ -এর মাধ্যমে চাঁদের মাটিতে যান নামিয়ে চাঁদ-চর্চা শুরু করে দেওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড করে ফেলবে ভারত। এই বিরল কাজটি সুষ্ঠু ভাবে করার ক্ষেত্রে বিশ্বে চতুর্থ দেশ হতে চলেছে ভারত।