নিজস্ব প্রতিবেদন: রবিবার সকাল থেকে শুরু হয়েছিল তল্লাশি অভিযান। টার্গেট ছিল ৫-৬ জঙ্গি। শেষপর্যন্ত এদিন বিকেলে শেষ হয় সেই অভিযান। নিরাপত্তা বাহিনীর অভিযানে জম্মু ও কাশ্মীরে খতম এক নেতা-সহ ৫ জঙ্গি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-টানা ৮৩ দিন পর বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতার দর


গোয়েন্দা সূত্রে খবর ছিল জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের জান্দিপোরার রেবান গ্রামের একটি বাড়িতে লুকিয়ে রয়েছে ৫-৬ জঙ্গি। রবিবার সকাল থেকেই গ্রামটি ঘিরে ফেলে রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও এসওজির জওয়ানরা। শুরু হয় তল্লাশি অভিযান।


অভিযানে নামার আগে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান ও কুলগামে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। এর সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হয় রেবানের যোগাযোগ। ধীরে ধীরে বিশেষ একটি বাড়ির দিকে এগোতে থাকে বাহিনী। জঙ্গিদের আস্তানার কাছে যেতেই তারা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীও। তাতেই নিহত হয় ওই ৫ জন। সূত্রের খবর, এরা সবাই হিজবুলের সদস্য।


আরও পড়ুন-কাল থেকে খুলছে অফিস, মল রেস্তোরাঁ! রাস্তায় বেরিয়ে হয়রানির আশঙ্কা সাধারণের


প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র রাজেশ কালিয়া সংবাদ মাধ্যমে বলেন, সোপিয়ানের রেবানে মোট ৫ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সাবধানতা অবলম্বন করার ফলে সাধারণ মানুষের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।


উল্লেখ্য, এবছর এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হল মোট ৮০ জঙ্গি। এদের মধ্যে ২১ জন কমান্ডার।