নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস ছাড়লেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। রবিবার রাতে সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠান তিনি। সূত্রের খবর, তৃণমূলে যোগ দিতে পারেন শিলচরের প্রাক্তন সাংসদ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্ভবত বর্তমানে কলকাতায় রয়েছেন সুস্মিতা দেব। সূত্রের খবর, সোমবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি।


আরও পড়ুন: Khela Hobe Diwas: Prasun-এর জাগলিং, বলে শট Santanu-র, Tripura-য় তৃণমূলের 'খেলা'


আরও পড়ুন: Afghanistan: ওরা আমাদের মেরে ফেলবে; মেয়েদের কোনও অধিকার থাকবে না, দিল্লিতে কান্নায় ভেঙে পড়লেন আফগান মহিলা


ত্রিপুরার পাশাপাশি অসমেও মাটি শক্ত করতে চাইছে তৃণমূল। সেক্ষেত্রে সুস্মিতা দেবকে মুখ হিসেবে ব্যবহার করতে পারে এ রাজ্যের শাসকদল। সুস্মিতা দেবের মতো একজন নেতৃত্ব দল ছাড়ায় স্বভাবতই অবাক কংগ্রেসের বহু নেতা। যদিও সোনিয়া গান্ধীকে লেখা চিঠিতে দলত্যাগের কোনও কারণ উল্লেখ করেননি সুস্মিতা দেব।