নিজস্ব প্রতিবেদন: তৈরি হচ্ছে নতুন সংসদ ভবন। শনিবার লোকসভার স্পিকার ওম বিড়লা ঘোষণা করেন , আগামী ১০ ডিসেম্বর নতুন সংসদ ভবনের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওম বিড়লা বলেন, 'স্বাধীনতার ৭৫ বছর পার করে এসেছি আমরা। এবার নতুন  ভবনে বসবে সংসদের অধিবেশন। শুধুমাত্র ইট-পাথরের একটি ভবন হবে না এটি বরং তাতে ১৩০ কোটি মানুষের স্বপ্নের প্রতিফলন ঘটবে।'


আরও পড়ুন-চালুনি আবার ছুঁচের বিচার করে : অরূপ (Arup), গ্যাস খাবেন না বলেই মনে করি : ফিরহাদ (Firhad)


কেমন হবে নতুন সংসদ ভবন


ব্রিটিশ আমলে তৈরি বর্তমানে সংসদ ভবনের বয়স ৯৩ বছর পেরিয়েছে। ফলে তৈরি করা হচ্ছে নতন ভবন। এটির এলাকা হবে ৬৪,৫০০ বর্গ মিটার। 


নতুন ভবনটি তৈরি করছে টাটা কোম্পানি।


ভবনের নকশা তৈরি করেছে HCP Design,Planning and Management Pvt Ltd ।


আশা করা হচ্ছে, ভবনটি নির্মাণ শেষ হয়ে যাবে ২০২২ সালের মধ্য়ে।


এটি তৈরি করতে মোট খরচ পড়বে ৯৭১ কোটি টাকা।


আরও পড়ুন-ওরা রাস্তায় ফেলে লাঠি দিয়ে মারল, কেউ না থাকলে মরেই যেতাম : পান্না লাল ঘোষ 


নতুন সংসদ ভবনে থাকবে ৬টি প্রবেশদ্বার। একটি হবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য। বাকীগুলি হবে, লোকসভার স্পিকার, রাজ্যসভার চেয়ারপার্সন, সাংসদ, দুটি দর্শকদের জন্য।


ভবনটি তৈরি করতে খরচ পড়বে ৯৭১ কোটি টাকা।


নতুন সংসদ ভবনে থাকবে মোট ৪টি তল। মাটির নীচে  থাকবে একটি তল।


নতুন ভবনের লোকসভা কক্ষে বসতে পারবেন ৮৮৮ সাংসদ। এলাকা হবে ১১৪৫ বর্গ মিটার।
রাজ্যসভা কক্ষে বসতে পারবেন ৩৮৪ জন। এলাকা হবে ১২৩২ বর্গ মিটার।


ভূমিকম্পে কোনও ক্ষতি হবে না নতুন সংসদ ভবনের।