জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পরে শুধু দেশ নয়, গোটা বিশ্বের চোখ গৌতম আদানির দিকে রয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পরে, সেই সময়ে আদানির সম্পদের পরিমাণে তীব্র পতন দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে ধীরে ধীরে আদানির মোট সম্পদ ফের বাড়ছে। একদিন আগেই বিশ্বের তাবড় কোটিপতিদের পেছনে ফেলেছেন গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তার মোট সম্পদে ৩.০৩ বিলিয়ন ডলার (প্রায় ২৫০০০ কোটি টাকা) বৃদ্ধি দেখা গিয়েছে। এর সঙ্গে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৬৩.৮ বিলিয়ন ডলার ছুঁয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বের ১৯তম ধনী ব্যক্তি


গ্রুপের তালিকাভুক্ত সমস্ত কোম্পানির শেয়ার বৃদ্ধির কারণে আদানির নেট সম্পদের এই বৃদ্ধি ঘটেছে। এই কারণেই গ্রুপের মার্কেট ক্যাপ ৫০,০০০ কোটি টাকারও বেশি বেড়েছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, আদানি বর্তমানে বিশ্বের ১৯তম ধনী ব্যক্তি। এক দিন আগে মঙ্গলবার সর্বোচ্চ আয় করা বিলিয়নেয়ার ছিলেন তিনি।


আরও পড়ুন: Uttar Pradesh | Rohingya: উত্তরপ্রদেশে লুকিয়ে ৯০০০-এর বেশি রোহিঙ্গাকে, শুরু চিহ্নিত করার প্রক্রিয়া


আদানি গ্রুপ দেশে জ্বালানি, পরিকাঠামো, লজিস্টিক এবং রিয়েল এস্টেট সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবসা করে। বিলিয়নেয়ার ইনডেক্স অনুসারে, মুকেশ আম্বানির মোট সম্পদ ৯৫.৩ বিলিয়ন ডলার।


হিন্ডেনবার্গ রিসার্চ ইস্যু পিছনে চলে গিয়েছে


বিশেষজ্ঞরা বলছেন, হিন্ডেনবার্গ গবেষণার বিষয়টি পিছনে চলে গিয়েছে। দেশীয় বিনিয়োগকারীরা আদানি গ্রুপের কোম্পানিগুলোর শেয়ারে আগ্রহ দেখাচ্ছেন। মঙ্গলবার, আদানি গ্রুপের শেয়ার ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। হিন্ডেনবার্গ রিপোর্টের আগে, গ্রুপের মার্কেট ক্যাপ ছিল ১৯.২০ লক্ষ কোটি টাকা। এই রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর শেয়ারের দামে ব্যাপক পতন হয়। কিন্তু এখন দেশীয় বিনিয়োগকারীদের আগ্রহের কারণে শেয়ারের দাম দ্রুত ফিরে আসছে।


আরও পড়ুন: Rajasthan Woman in Pakistan: অঞ্জু এখন ফাতিমা, পাকিস্তানে গিয়ে ফেসবুক প্রেমিককেই বিয়ে করলেন রাজস্থানের গৃহবধূ


রিয়েলটাইম বিলিয়নেয়ার ইনডেক্সে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্কের মোট সম্পদ ২.৭০ বিলিয়ন ডলার কমেছে। মাস্কের মোট সম্পদ ২৩৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে। টেসলার স্টকে পতনের কারণে মাস্কের সম্পদের পতন ঘটেছে। টেসলার স্টক চার শতাংশ কমেছে। মাস্ক ছাড়াও মঙ্গলবার বিশ্বের অন্যান্য ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণও কমেছে। যদিও, মঙ্গলবার জেফ বেজোস, বিল গেটস, স্টিভ বলমার, ল্যারি পেজ, মার্ক জুকারবার্গ, সের্গেই ব্রিন এবং মুকেশ আম্বানির নেট সম্পদ বেড়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)