নিজস্ব প্রতিবেদন: চাপ বেড়ে গেল মোদী সরকারের ওপরে। চলতি আর্থিক বছরের শুরুতেই বড় ধস দেশের আর্থিক বৃদ্ধিতে। গত ছয় বছরে জিডিপি বৃদ্ধির হার এতটা নেমে যায়নি কখনও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'মমতাকে বিজেপিতে স্বাগত', বিধানসভায় গিয়ে বলে এলেন মুকুল রায়


গত এপ্রিল থেকে জুন পর্যন্ত গত ৩ মাসে জিডিপি বৃদ্ধির হার কমে হল ৫ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে এই হার ছিল ৫.৮ শতাংশ। শুক্রবার এমনই একটি পরিসংখ্যান প্রকাশ করেছে কেন্দ্র।




গত সাত বছরে বছরের এই অংশে জিডিপি এতটা কখনও কমেনি। ২০১২-১৩ সালের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে এই হার ছিল ৪.৯ শতাংশ। ২০১৮-১৯ আর্থিক বছরের এই সময়ে দেশে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮ শতাংশ। অর্থাত্ এক বছরে এই সময়ে আর্থিক বৃদ্ধির হার এক ধাক্কায় কমে গেল প্রায় ৩ শতাংশ।


আরও পড়ুন-বিধানসভায় পাস হল গণপিটুনি প্রতিরোধ বিল, বাংলায় 'নবজাগরণের' ডাক মমতার


বিশেষজ্ঞদের মতে বাজারে চাহিদার মন্দা ও ব্যাঙ্কে ঋণেখোলাপি বৃদ্ধি পাও জিডিপি নেমে যাওয়ার পেছনে কারণ হতে পারে। উত্পাদন শিল্পে লক্ষ্যনীয় মন্দা দেখা গিয়েছে। এর প্রভাবও কিছুটা পড়েছে বলে মনে করা হচ্ছে।