নিজস্ব প্রতিবেদন: নজরুল ইসলামের কবিতায় এই ধরনের নানা ঘটনার বর্ণনা থাকত। জাতের নামে বজ্জাতি দেখে কবিতায় তার প্রতিবাদ করতেন কবি। কিন্তু সেটা অনেক পুরনোদিনের সময়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সেই সময়টা থেকে যে এখনও বেরোতে পারেনি এ দেশের মানুষ তারই প্রমাণ মিলল উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের গাজিয়াবাদে (Ghaziabad) এক মুসলিম বালক মন্দিরে জল খেতে ঢোকায় বেধড়ক মার খেল এক যুবকের হাতে।


আরও পড়ুন: 'স্বাধীনতার অমৃত মহোৎসবে'র সূচনায় প্রধানমন্ত্রী


ঘটনার অভিযোগ হয় এবং গ্রেফতারও হয় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিরিং নন্দন যাদব (Shringi Nandan Yadav)। বিহারের (Bihar) ভাগলপুরে বাড়ি। কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।


ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় (social media)। ভিডিয়োতে দেখা যায়, স্থানীয় এক মন্দিরে (TEMPLE) জল খেতে ঢুকেছে ছেলেটি। সেখান থেকে বেরিয়ে আসার পরে অভিযুক্ত শিরিং তার নাম জিজ্ঞাসা করে। বাবার নামও জানতে চায়। তারপর প্রশ্ন করে, কেন সে মন্দিরে ঢুকেছিল। ছেলেটি উত্তর দেওয়ার পরেই শুরু হয় মারধর। এই ভিডিয়োই নাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষকে।


আরও পড়ুন: দিল্লি-দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন, দাউ দাউ করে জ্বলছে কোচ