Viral Video: প্রয়াত বাবার ছবির সঙ্গে ফিল্টার লাগিয়ে সেলফি মেয়ের! ভাইরাল ভিডিয়ো....
ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন অনেকেই। কেউ লিখেছেন, `সবকিছু ব্যবহার করে ফেল। এই প্রজন্মের জন্য কিছু ফেলে রেখ না`। কেউ আবার জানিয়ে দিয়েছে, `আমি কখনও সন্তান নেব না`। একজন লিখেছেন, `জীবনে এমন ভিডিয়ো দেখেনি। এটাই সবচেয়ে মজাদার`।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেটদুনিয়ায় কত কিছু-ই না দেখা যায়! সেই তালিকায় এবার নয়া সংযোজন প্রয়াত বাবার ছবির সঙ্গে মেয়ের সেলফি। তাও আবার ফিল্টার লাগানো! ভিডিয়ো ভাইরাল।
ঘটনাটি ঠিক কী? বাবা আর নেই। দেওয়ালে মালা দিয়ে সাজানো তাঁর ছবি। সেই ছবির সামনে দাঁড়িয়েই সেলফি তুলেছে মেয়ে। ছবিতে আবার কুকুর-সহ বিভিন্ন লাগিয়ে দিয়েছে বিভিন্ন মজাদার ফিল্টারও! এরপর সেলফি মোডে ভিডিয়ো তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সে। সেই ভিডিয়ো-ই এখন ভাইরাল।
ভিডিয়োর নিচে কমেন্ট করেছেন অনেকেই। কেউ লিখেছেন, 'সবকিছু ব্যবহার করে ফেল। এই প্রজন্মের জন্য কিছু ফেলে রেখ না'। কেউ আবার জানিয়ে দিয়েছে, 'আমি কখনও সন্তান নেব না'। একজন লিখেছেন, 'জীবনে এমন ভিডিয়ো দেখেনি। এটাই সবচেয়ে মজাদার'। তবে সকলেই যে তির্যক মন্তব্য করেছেন, এমনটা কিন্তু নয়।
ভিডিয়োটিকে সহানূভূতির চোখেও দেখেছেন কেউ কেউ। তাঁদের মতে, 'মেয়েটি হয়তো তাঁর বাবাকে মিস করছে। যদিও তিনি নেই, তাও তাঁর সঙ্গে সময় কাটাচ্ছে'। 'মজা ও দুঃখ, দুটোই পেলাম', লিখেছেন একজন।
আরও পড়ুন: Chennai Death: হোয়াটসঅ্যাপ স্টেটাসে বান্ধবীর মৃতদেহের ছবি, জেরা করতেই বেরিয়ে এল সবকিছু
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)