বাথরুমের বাইরে পড়ে ন্যাপকিন, ছাত্রীদের ভয়ঙ্কর শাস্তি দিল হোস্টেল কর্তৃপক্ষ
গোটা বিষয়টি তোলপাড় ফেলেছে বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যও রীতিমতো অস্বস্তিতে। তিনি জানিয়েছেন, ‘বিষয়টির জন্য ছাত্রীদের কাছে ক্ষমা চাইছি। এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হবে।’
নিজস্ব প্রতিবেদন: কোনও বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেও এমন ঘটনা ঘটতে পারে! হোস্টেলের বাথরুমের সামনে স্যানিটারি ন্যাপকিন পড়ে থাকায় নজিরবিহীন শাস্তি পেতে হল ছাত্রীদের। মধ্য প্রদেশের ডা এইচ এস গৌর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। এনিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ করেছেন ছাত্রীরা।
ছাত্রীদের অভিযোগ, মেয়েদের হোস্টেলের বাথরুমের সামনে একটি ব্যবহৃত ন্যাপকিন পড়ে থাকতে দেখে হোস্টেলের ৫০ জন ছাত্রীকে এক জায়গায় জড়ো হতে বলা হয়। এর পর কে ঋতুমতী তা যাচাই করতে এক মহিলাকে দিয়ে ছাত্রীদের নগ্ন করে পরীক্ষা করা হয়। ছাত্রীদের আরও অভিযোগ, হোস্টেলের ওয়ার্ডেন এক কেয়ারটেকারকে দিয়ে ওই কাজ করান।
অারও পড়ুন-কৃষকের আয় বেড়েছে আড়াই গুণ, মোদীকে চিঠি দিলেন মমতা
গোটা বিষয়টি তোলপাড় ফেলেছে বিশ্ববিদ্যালয়ে। উপাচার্যও রীতিমতো অস্বস্তিতে। তিনি জানিয়েছেন, ‘বিষয়টির জন্য ছাত্রীদের কাছে ক্ষমা চাইছি। এই ঘটনার পেছনে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি হবে।’