নিজস্ব প্রতিবেদন: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বিহারের সিলৌট ও সিহো স্টেশনের মধ্যবর্তি এক জায়গায় লাইন থেকে বেরিয়ে গেল গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেনের দুটি এসি কামরা। চালকের তত্পরতায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।


আরও পড়ুন-লকডাউন শেষ হলেও ভাইরাস চলে যায়নি, উৎসবের আগে করজোড়ে সতর্ক করলেন মোদী  


যাত্রীদের দাবি সিলৌটের কাছাকাছি একটি জায়গায় লাইন থেকে লাফিয়ে উঠে ট্রেনের দুটি কামরা। তার পরেই তা লাইন থেকে বেরিয়ে যায়। বিহারের রঘুনাথপুর এলাকায় পড়ে সিলৌট স্টেশন।


রেল সূত্রে খবর, মুজাফফরপুর স্টেশন ছাড়ার পর সিলৌট স্টেশনের কাছাকাছি একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের গতি কম করে দেন ট্রেনের চালক।


আরও পড়ুন-মস্তিষ্কের স্নায়ুরও ক্ষতি করছে কোভিড! দাবি এইমসের


ট্রেনের এক যাত্রী আব্দুল মালিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, আচমকা জোরাল একটা শব্দ শুনতে পেলাম। তার পরেই ট্রেন থামিয়ে দেন চালক। 


যাত্রীদের সাহাযার্থে হেল্পলাইন খুলেছে রেল


সমস্তিপুর-০৬২৭৪-২৩২২২৭


মুজাফফরপুর-৮৩৪০৬৪৪৯৮৬