ওয়েব ডেস্ক : ১ জুলাই থেকে লাগু হয়েছে সপ্তম পে কমিশনের সুপারিশ। ইতিমধ্যেই গেজেট অফ ইন্ডিয়ায় ছাপা হয়েছে সেই সুপারিশগুলো। বিভিন্ন ভাতার পরিবর্তিত হারে উপকৃত হবেন কমপক্ষে ৪৮ লাখেরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী। সপ্তম পে কমিশনের সুপারিশগুলির মধ্যে সবচেয়ে বেশি সুফল পাওয়া যাবে HRA বা বাড়িভাড়া ভাতা থেকে। বেতনের একটা বড় অংশ হল এই HRA। পরিবর্তিত সুপারিশ অনুযায়ী অনেকটাই বাড়ছে এই HRA। জুলাইয়ের বেতনেই যার সুফল পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১০৬% থেকে  সর্বোচ্চ ১৫৭% বর্ধিত হারে HRA পাবেন কর্মীরা। বেতনক্রমের সর্বোচ্চ স্তরে যাঁরা রয়েছেন, তাঁদের ক্ষেত্রে টাকার অঙ্কে HRA-র পরিমাণ বাড়তে চলেছে ২৭,০০০ টাকা থেকে একলাফে ৬০,০০০ টাকায়। কোনও কোনও ক্ষেত্রে আবার HRA-র পরিমাণ ১৭৬% বেঁড়ে দাঁড়াবে ৭৫,০০০ টাকায়। অন্যদিকে পে-স্কেল অনুসারে যাঁদের এতদিন বেসিক পে ছিল ৭০০০ টাকা, তাঁরা মেট্রো শহরের ক্ষেত্রে HRA পেতেন ২১০০ টাকা। এখন সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী ১ জুলাইয়ের পর থেকে তাঁদের বেতন দাঁড়াবে ১৮,০০০ টাকা। সেক্ষত্রে HRA ১৫৭% বেঁড়ে হবে ৫৪০০ টাকা।


আরও পড়ুন, লোকসানের বোঝা কমাতে ফিরিয়ে দিন রেলটিকিটের ভর্তুকি, চাইছে সরকার