নিজস্ব প্রতিবেদন: এবার কি আয়করের আওতায় আসছে ডিজিটাল কোম্পানিগুলি? গুগল, টুইটার, ফেসবুকের মতো যেসব কোম্পানিগুলি এদেশ থেকে বিপুল টাকা আয় করে তাদের ওপরে কর বসানোর কথা ভাবছে কেন্দ্র। বাত্সরিক ২০ কোটি টাকা আয় বা ৫ লাখ গ্রাহক থাকলেই যে কোনও ডিজিটাল কোম্পানিগুলির ওপরে সরাসরি কর বসানোর কথা চিন্তা করছে সরকার। এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-অ্যাপে ধরা পড়ল ‘সিকিউরিটি বাগ’! হ্যাকিং-এর আতঙ্ক Truecaller-এ!


২০১৮ সালের কেন্দ্রীয় বাজেটে একটি বিষয়ের ওপরে গুরুত্ব দেওয়া হয়। সেটি হল আর্থিক লেনদেনের ক্ষেত্রে দেশের যেসব কোম্পানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাদের চিহ্নিত করা। একে বলা হচ্ছে সিগনিফিকেন্ট ইকোনমিক প্রজেনস বা এসইপি। এক্ষেত্রে অনাবাসী কোম্পানিগুলির ওপরে কর বসানোর কথা বলা হয়।



আরও পড়ুন-জাতীয় মেডিক্যাল কমিশন বিলের প্রতিবাদে আজ দেশজুড়ে চিকিত্সকদের ধর্মঘট


এসইপি-র আওতায় পড়ে যেকোনও বিদেশি কোম্পানির পণ্য আদানপ্রদান, পরিষেবা দেওয়া, ডেটা ডাউনলোড করা। দেখা গিয়েছে ওইসব বিদেশি কোম্পানিগুলি বিপুল টাকা আয় করলেও খুব কম কর দেয় কেন্দ্রকে। পাশাপাশি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে বিপুল টাকা আয় করে এরা। গত বছরই এনিয়ে চিন্তাভাবনা শুরু করে সরকার। এরপরই কর বসানোর কথা ভাবতে শুরু করেছে কেন্দ্র।