আচমকাই দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়, কারণ নিয়ে জল্পনা
ইতিমধ্যেই তাঁর টুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: শনিবার হঠাৎই দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। যদিও এই সফরের কারণ স্পষ্ট করেননি তিনি। দিল্লি রওনা হওয়ার আগে টুইটারে গীতার শ্লোক পোস্ট করেছেন রাজ্যপাল। সেখানে উল্লেখ, ‘কাজ করে যাও, ফলের আশা করো না। তোমার কাজের ফল তোমার উপভোগের বিষয় নয়। আর যখন তুমি কাজ করবে, তখন নিজের অহঙ্কার এবং কাজের ব্য়াপারে গর্ব করা ছেড়ে দাও। কখনও নিষ্ক্রিয় হয়ে থেকো না।’ ইতিমধ্যেই তাঁর টুইট ঘিরে জল্পনা শুরু হয়েছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিধান পরিষদ-সহ একাধিক জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে আচমকা রাজভবনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকের সঙ্গে রাজ্যপালের দিল্লি সফরের কোনও যোগযোগ আছে কি না, তা নিয়েও জল্পনা তুঙ্গে।
আরও পড়ুন, অতিমারিতে কবে শুরু নতুন শিক্ষাবর্ষ? বিশ্ববিদ্যালয়ে ভর্তির নয়া গাইডলাইন প্রকাশ UGC-র
পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজভবন-নবান্ন সংঘাত চরমে ওঠে। বারবার তাই নিয়ে অভিযোগ করে এসেছেন রাজ্যপালও। সেই জল্পনা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে রাজ্যপালের রাজধানী সফরে। প্রসঙ্গত, নির্বাচনের পর থেকেই ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে মমতার সরকারকে বারংবার তোপ দেগেছেন রাজ্যপাল।