অতিমারিতে কবে শুরু নতুন শিক্ষাবর্ষ? বিশ্ববিদ্যালয়ে ভর্তির নয়া গাইডলাইন প্রকাশ UGC-র

গাইডলাইনে কী বলেছে University Grants Commission?

Jul 17, 2021, 13:21 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: অতিমারির ভয়ঙ্কর প্রভাব পড়েছে শিক্ষাক্ষেত্রে। প্রায় দেড় থেকে দু’বছর ধরে ঘরবন্দি পড়ুয়ারা। অনলাইনেই চলছে পড়াশোনা। বাতিল হয়েছে একর পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ব অভিভাবকরা।

2/6

এই পরিস্থিতিতে বিশ্বিদ্যালয়গুলোতে কবে হবে পরীক্ষা? কবে থেকে শুরু হবে নতুন শিক্ষাবর্ষ? পূর্ণাঙ্গ গাইডলাইন প্রকাশ করল University Grants Commission বা UGC।

3/6

১৬ তারিখে প্রকাশিত ওই সার্কুলারে সুপ্রিম কোর্টের রায় উদ্ধৃত করেছে কমিশন। যেখানে CBSE, ICSE এবং রাজ্যের বোর্ডগুলোকে ২০২১-এর ৩১ জুলাইয়ের মধ্যে পরীক্ষার রেজাল্ট বের করতে বলা হয়েছে।

4/6

এরপর পয়লা আগস্ট থেকেই বিশ্ববিদ্যালয়গুলোকে ভর্তি প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। যা শেষ করতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২১-এর মধ্যে। এরপর পয়লা অক্টোবর থেকে শুরু করতে হবে নতুন শিক্ষাবর্ষের পঠনপাঠন। খালি আসনে ভর্তির শেষ সময়সীমা বেধে দেওয়া হয়েছে ৩১ অক্টোবর ২০২১।

5/6

UGC-র তরফে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বলা হয়েছে, ৩১ আগস্টের মধ্যে ফাইনাল ইয়ার বা সেমিস্টারের পরীক্ষা শেষ করতে হবে।  

6/6

করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোকে কঠোর ভাবে নির্দেশ দেওয়া হয়েছে, কোনও পড়ুয়া ৩১ অক্টোবরের মধ্যে অ্যাডমিশন বাতিল করলে, কোনও ক্যানসেলেশন ফি নেওয়া যাবে না।